প্রথম ব্রিটিশ নারী অর্থমন্ত্রী

প্রথম ব্রিটিশ নারী অর্থমন্ত্রী

শেয়ার করুন:

ব্রিটিশ পার্লামেন্টের ৮০০ বছরের ইতিহাসে প্রথম মহিলা চ্যান্সেলর অফ এক্সচেকার (অর্থমন্ত্রী) হলেন লেবার পার্টির ৪৫ বছর বয়সি সদস্য রেচেল রিভস। পুরো নাম রেচেল জেইন রিভস।

মাত্র ষোলো বছর বয়সেই তিনি রাজনীতিতে যোগ দেন। ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি শ্যাডো ক্যাবিনেট এবং শ্যাডো এক্সচেকার হিশেবে কাজ করেছেন।

রেচেল রিভস জাতীয় স্তরে অনূর্ধ্ব-চতুর্দশ বিভাগে দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স-এ।
নিউজডেস্ক, গানপার

গানপার
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you