বুকার প্রাইজ ২০২৪ বিজয়ী সামান্থা হার্ভে

বুকার প্রাইজ ২০২৪ বিজয়ী সামান্থা হার্ভে

শেয়ার করুন:

মহাশূন্যের আখ্যান লিখে অ্যাওয়ার্ড অর্জন করলেন ইংলিশ উপন্যাসরচয়িতা সামান্থা হার্ভে। যেইসেই অ্যাওয়ার্ড নয়, রীতিমতো বুকার প্রাইজ! ২০২৪ সালের বুকার প্রাইজটা সামান্থা হার্ভে পেয়েছেন তার ‘অর্বিটাল’ উপন্যাসের জন্য।

মহাকাশে ভাসমান একটি ইন্টার্ন্যাশনাল স্পেইসস্টেশন। ছয়জন মহাকাশচারীকে পাঠানো হয়েছে সেখানে, সেই শূন্যপোতাশ্রয়ে। এই হলো উপন্যাসটার সেটিংস।

কক্ষপথ থেকে এই নীল গ্রহ, প্রণয়বিবাদের এই পৃথিবী, দেখার অনুভূতি কেমন? মহাকাশে যেয়ে একটা মানুষ তার ফেলে আসা বাড়িগ্রহটাকে কেমন করে ভাবে? এবং, বা, আদৌ অনুভব করে নাকি? পৃথিবী ছাড়া মহাকাশচারীদের জীবন কতটা সম্পূর্ণ? অনুরূপ প্রশ্নচক্র ঘিরে এনকোয়ারি করেছেন সামান্থা হার্ভে। এহেন অনুসন্ধানের প্রতিবেদনই তার পঞ্চম উপন্যাস ‘অর্বিটাল’-এর উপজীব্য।

আর এই উপন্যাসের জন্যই তিনি দ্বিসহস্রচব্বিশের বুকার পুরস্কারে সম্মানিত হলেন। শুধু তা-ই নয়, এ-পর্যন্ত বুকার পুরস্কারের ইতিহাসে দ্বিতীয় ক্ষুদ্রতম পুরস্কারজয়ী উপন্যাস এটিই, ‘অর্বিটাল’, পৃষ্ঠাসংখ্যা ১৩৬।

২০১৯ সালের পর চার বছরের ব্যবধানে কেউ বুকার পুরস্কার পেলেন যিনি নারী সাহিত্যিক।

নিউজডেস্ক, গানপার

গানপার
শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you