মিডিয়ায় শিশুহত্যা নিয়া যারা চিন্তিত আছেন, তারা এই ম্যুভিটা দেখতে পারেন। নিউজইন্ডাস্ট্রি কেমনে ফাংশন করে সেইটার একটা স্টোরি আছে :
প্রফিট > টিআরপি > নিউজ প্রডিউসারের চাকরি > রিপোর্টারের শিকারকাহিনি > ঘটনা।
উল্টাভাবে ঘটনা খুব কমই ঘটে। মানে, ঘটনা তো মিডিয়াতেই ঘটে।
বেশ আগে একবার মনে হইতেছিল, ধরেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট টিম ইন্ডিয়া পুরুষ ক্রিকেট টিমের সাথে জিতল। তারপরে আপনার জাতীয়তাবাদী মাইন্ড থাকলেই হয় না, সেইটা যে আছে তারে বলা লাগে : বাংলাদেশ জিতছে! আটার করা লাগে। ইভেন মোর এক্সাইটমেন্ট ক্রিয়েট হয়, পরের দিন নিউজপেপারে বা নিউজপোর্টালগুলিতে নিউজটা পড়তে থাকলে। এই-রকম বারবার বলার ভিতর দিয়া ঘটনাটা ক্রিয়েট হয় আসলে। যা ঘটতেছে সেইটা যতটা-না সত্যি, যা বলতেছি সেইটা তারচাইতে বেশি সত্যি! এমনকি না কইলে মনে হইতে পারে যেন ঘটনাটা ঘটেই নাই। বিশ্বজিৎ মার্ডারের ঘটনা নিয়াও কইছিলাম, কিভাবে ইন্টেন্স হইতে পারে ব্যাপারটা।
খুন যে হয় না – তা তো না। হয়। বা ঘটনাগুলি যে ঘটে না – তাও তো না। কিন্তু ঘটার পরেও অনেক সময় কোনো ঘটনা ঘটনা হইতে পারে না। আবার ঘটতে-থাকা না-ঘটনাগুলিই একটা সময়ে গিয়া ঘটনা হইয়া ওঠে। একটা ঘটনা কেমনে ঘটনা হইয়া ওঠে বা ওঠে না – সেইটার লাইনটা বুঝতে পারাটা দরকারি আসলে।
সিনেমার এই কাহিনিটা ফ্যাক্ট তো না, স্টোরিই; কিন্তু স্টোরিগুলির রিয়ালিটির ভিতরেই থাকতে থাকি আমরা। এমনকি আমরা নিজেরা নিজেদেরকে যা বলি সেইটাও ‘স্টোরি’-ই। তো, এই জায়গাটা আরো ব্যাপক। গল্প-কাহিনির জায়গাগুলি।
এর বাইরেও, এখনকার নিউজগুলিরেও তো ‘স্টোরি’-ই কয়, নিউজরুমে। মানে, টার্ম হইলেও, যা আমরা কইতে থাকি সেইটা একভাবে ইম্পোজ হইতে থাকে। ইন ফ্যাক্ট, ওইটাতেই কনভার্ট হইতে থাকে। নিউজগুলাও একটা স্টোরি বলারই ট্রাই করে, যদিও সাহিত্যের বাতিল ভাষাই ইউজ করে। এইজন্য ইনফিরিয়র স্টোরি হয় ওইগুলা।
এমনিতে স্টোরির জায়গাটাতে ফোকাস দিলে ম্যে-বি অন্যরকমও হইতে পারত। কিন্তু আল্টিমেট অব্জেক্টিভটা ঠিক স্টোরিটা বলা না, বরং স্টোরিগুলারে খুঁইজা বাইর করা। তো, মুশকিল হইল যে, এই-রকম খুঁইজা খুঁইজা বাইর করতে থাকলে একটা টাইমে গিয়া খোঁজাখুঁজি বন্ধ কইরা দিলে মনে হইতে পারে যেন ঘটনাগুলি ঘটতেছে না আর।
Film Title: Nightcrawler।। Released Year: 2014 ।। Genre: Thriller ।। Duration: 1h 57 min ।। IMDb Score: 7.9/10 ।। Director: Dan Gilroy ।। Stars: Jake Gyllenhaal, Rene Russo, Riz Ahmed, Bill Paxton ।। Music Score: James Newton Howard ।। Net profit approximately $50.3 million
… …
- এন্ড্রু কিশোর আর ক্যাসেটে বন্দী আমাদের গানের জীবন || ইমরুল হাসান - July 22, 2020
- বাংলাদেশি সিনেমা : অ্যা ব্রিফ হিস্ট্রি ১ || ইমরুল হাসান - July 15, 2020
- আবারও কবিতার নয়া বই || ইমরুল হাসান - September 14, 2019
COMMENTS