অবসাদ
রাতের আয়ুতে ফুঁসে ওঠে এই হাওয়া…
আমার যন্ত্রস্থ চৌকোণে, তোমার পৃর্ণ অভিষেক মুহূর্তগুলো
নেমে আসে—ওয়াল্ট হুইটম্যানের শীতকাব্যে
তবু হাওয়া ভাসে হিম-প্রলাপে
তুমি কি কেবলই কুয়াশাভ্রমে ডুবে যাচ্ছ ছায়াগোধূলি সময়ে
শতশত অচেনা অবসাদে
আজও শোকবার্তা আসে
নিমজ্জন প্রহর ঘিরে ক্ষত, পাঁজর ঘিরে ক্রোধ
জ্বেলে জ্বেলে এই ঘোর প্রস্হানে
বিবসনা
বৃষ্টিভর্তি হাওয়ায় তোমার আঁচল খুলে পড়ছে হিম শেষে
জমে থাকে দীর্ঘ বিশ্রামে—
সন্ধ্যা হতে হতে ডুবে যাচ্ছে জলঘোর গ্রাম
প্যারাফিন জ্বেলে জ্বেলে কেবল জমে থাকে ভয়
জলে নিরাপত্তাহীন…
আকুল ভাসান ঝরে পড়ে অসহায়
অন্ধনৈকট্য
বহু নিভৃতি নিয়ে মহাকালের পথ পাড়ি দেওয়া কৃষ্ণবিবরে—
আমি যেখানে যাই সেখানেই
রাত্রি
পৃথিবীর সব আশ্চর্য রাত্রিপথিক
আমি আর হোর্হে লুই বোর্হেস
দেখে দেখে পেরিয়ে যাচ্ছি মানবজীবনের স্থিরতা
কেবল নিজের দিকে এই ক্লান্তি
সকল প্রার্থনাময়
ঘোর রাত্রির ভিতরে অন্ধের মতো
অস্ত যাচ্ছি পরিত্যক্ত হাওয়ায়…
আড়ষ্টতা
বন্ধ্যা-বৃষ্টিতে সেঁকে নিই সুরার আগুন
কতটা সিঁদুর-রাঙানো মুগ্ধতায় আক্রান্ত রাত্রিবাসে
কতটা বিষের দামে অঝোর জলে তোমার অভিসার
কতবার মনে রেখে ভাবি দন্দ্ব ও ভয়!
কামানার আয়ুতে ঝুলে থাকে ত্রস্ত শয্যা
আরশে ঋণী হয়ে যায় প্রাপ্তির ফসিল
ছলনা
একা লাগছে আর তোমাকে ভেবে শীত আসছে—
তুমি অদূরেই আছ, নাকি নেই…চোখের পলক পাইনি তো
কেউ জানে না ওই অপস্রিয়মাণ ছায়ার দিকে তাকিয়ে তাকিয়ে
যায় দিন মৃত্যু ও জরায়
- আজ বাজার মে পা-বা-জৌলন চল / ফয়েজ আহমেদ ফয়েজ || তর্জমা / নাফিস সবুর - December 27, 2025
- লোককবি অন্নদারঞ্জন দাস ও তাঁর গান || জফির সেতু - December 27, 2025
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025

COMMENTS