‘আয়নাবাজি’ আর ‘ঢাকা অ্যাটাক’-এর পর ‘পোড়ামন ২’ ঢাকাই ছবির দর্শকদের মন জয় করল। অপরদিকে ‘কমলা রকেট’ বহু সম্ভাবনা নিয়ে বাণিজ্যিক বিবেচনায় কোনোভাবেই দাঁড়াতে পারল না। তবে ঢাকার আর্টহাউজ ফিল্মভোক্তারা যদি একবার করে সিনেমাটা দেখত তাতেই বর্তে যেত ‘কমলা রকেট’।
এর মাঝে আরো দু-খানা বিগশট ম্যুভি আমরা দেখলাম, একটি মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’, আরেকটি গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’। এই দুটি ছবি নিয়ে বাংলাদেশের সাধারণ-অসাধারণ সকল দর্শক অনেক প্রত্যাশা নিয়ে বসে ছিল। কিন্তু সেই প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছে এই দুটি সিনেমা।
স্বপজাল সিনেমাটি যখন দর্শক গ্রহণ করল না তখন কেউ কেউ বলল মনপুরার আদলে একই রোমান্টিক ধারার বিয়োগাত্মক ঘটনা মানুষ আর খাচ্ছে না। কিন্তু ‘পোড়ামন ২’-এর ক্ষেত্রে দেখা গেল উল্টোটা। পোড়ামন-এর গল্প মনপুরা বা স্বপ্নজাল থেকে বেশি দূরে নয়। যদিও তামিল ছবির গর্ভ থেকে এই ছবির উদ্ভব। তবে এই ছবিগুলো একই ধারার। বিয়োগাত্মক প্রেমোপাখ্যান। স্বপ্নজাল লোকে না নিলেও ‘পোড়ামন ২’ দর্শক গ্রহণ করল।
এখন খুঁজে বার করতে হবে কি আছে ‘পোড়ামন ২’-তে যা স্বপজালে নেই। ‘ডুব’ এখানে তুলনীয় নয় কারণ ডুব আর্টহাউজ ধারার সিনেমা। ‘পোড়ামন ২’ ছবির গল্প প্রথাগত ঢাকাই সিনেমার প্রেম-বিরহ বিষয়ক হলেও আদতে একটা বড়সড় ঘটনা ঘটে গেছে এই সিনেমার শেষ দৃশ্যে। চিরায়ত রোমিও-জুলিয়েটের মতো একটি বিয়োগাত্মক দৃশ্যের শেষে আমরা যখন দেখতে পাই ছবির নায়িকা পরি তার প্রেমিকের বিরহে আত্মাহুতি দিচ্ছে এবং প্রেমিক প্রায় মৃত্যুর হাত থেকে ফিরে আসছে তখন দর্শক ধরে নেয় এর পরের পরিণতি কি। কিন্তু ঘটনাটা ঘটল তখনই, নির্মাতা এখানে আমাদের চমকে দিয়েছেন। তিনি চিরায়ত বিয়োগাত্মক গল্পের অন্য এক পরিসমাপ্তি টানলেন।
সিনেমায় আগেই ইঙ্গিত দেয়া ছিল উক্ত গ্রামে আত্মহত্যাকারীর লাশ জানাজা হয় না, দাফন হয় না। এই তথ্যটি ওই চূড়ান্ত পরিস্থিতিতেও নায়ককে বিচলিত করে। সে, মানে নায়ক, সেই মুহূর্তেই একটা ধারালো অস্ত্রের মাধ্যমে নায়িকার মৃতদেহটাকে কোপাতে থাকে যেন সকলে এটা ভাবে যে পরি আত্মহত্যা করেনি। এবং এর মাধ্যমে নায়ক সুজন শাহ তার একমাত্র প্রেমিকার জানাজা ও দাফন নিশ্চিত করে।
এই দাফন ও জানাজার ঘটনাটি নায়কের বা নির্মাতার মনস্তত্ত্বে একটা নতুন আদর্শিক ঘটনা হিশেবে হাজির হয়। এর আগের কোনো এই ধারার ছবিতে দাফন বা জানাজা ছবির বিষয় হিশেবে গুরুত্ব পায়নি। ‘পোড়ামন ২’ দর্শককে সেই নতুন চিন্তার মুখোমুখি এনে দাঁড় করালো।
… …
- এ-দেশে সাম্প্রদায়িকতা নাই : এ এক আশ্চর্য প্যারাডাইজ || শিবু কুমার শীল - October 16, 2021
- বুদ্ধদিনের গান || শিবু কুমার শীল - June 11, 2021
- শেষ প্রণাম || শিবু কুমার শীল - April 13, 2021
COMMENTS