কথা বলা মাছ

কথা বলা মাছ

সরোবরে যেন স্বচ্ছ ও অবলীল মীনের ন্যায় পঙক্তিবিন্যাসের কবিতা। আর চমৎকার এই কবিতাবইটি রিলিজড ইন ২০১৫। কবি জিনাত জাহান খানের এটি দ্বিতীয় কাব্যগ্রন্থ। চৈতন্য  থেকেই রিলিজ হয়েছিল এই প্রকাশনা।

মানবসংসারে বিবিধ ক্রিয়াকাণ্ডের একপাশে আছে এক অনুভবভুবন। কবি যেন এই ‍ম্রিয়মান দৈনন্দিনের ভেতর ঔজ্জ্বল্যসন্ধিৎসু ভুবনডুবুরি এক। নীল কাছিমের দ্বীপ   ছিল পয়লা সাঁতারযাত্রা এই কবির। দ্বিতীয় বইতে এসে সেই দ্বীপের উদ্ভাস অনেকটা পাঠকবর্তী ও স্নিগ্ধতাব্যাঞ্জক হয়ে উঠতে চেয়েছে যেন।

কবিতার আবহমান বঙ্গীয় ‍ভুবনে এ-কবিতাবই ভিন্নতর দিগন্ত দর্শাতে চাইছে। এক আলাদা সাউন্ডস্ক্যাপ, আলাদা ল্যান্ডস্ক্যাপ, অনিবার্যভাবে এক অন্যতর জলাবায়ুনৈসর্গিতা তালাশে নেমেছেন কবি।

কিন্তু কোনোভাবেই এমন বলা যাবে না যে অ্যাক্যুরিয়ম তথা আবদ্ধ জলাশয় এই মাছের ডেস্টিনেশন; না, আলবৎ তা নয়, এই মাছ পেতে চাইছে সমুদ্রবিস্তার আর আদিগন্তভুবনজোড়া ডানা। পাঠকের অংশগ্রহণে এই মীন কলস্বরতোখা আর তাৎপর্যউৎপাদী হবার অপেক্ষায়।

প্রতিবেদন / আতোয়ার কারিম

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you