সংখ্যাগুরু
গুরুরা আছেন সংখ্যায়
গুরুরাই সম্মানে
গুরু রহিবেন গরিমায়
এইখানে ওইখানে
গুরু করিবেন নসিহত
শুক্কুরে শুক্কুরে
হ্যাভেনে এবং হাবিয়ায়
গুরুরা বিরাজ করে
গুরুরা লাগান আগুন
গুরুরাই নির্বাপক
গুরু ভাঁজিবেন ধুন
ক্ল্যাসিক্যাল ফোক-রক
গুরুদের হাতে বৃষ্টি
গুরুরা রৌদ্রালোক
গুরুরা করেন সৃষ্টি
অশোক ও কিংশুক
গুরুরা সাধারণত
গুরুদেরই রক্ষক
যদিও ধর্মাচারে
গুরুরা সফেদ বক
গুরুরা শান্ত উপাসক
প্রোমোটর পরকালের
টনটনে ভেদবুদ্ধি গুরুর
স্বজাত ও বেজাতের
গুরুরা দাবাড়ু ভারি
দাপিয়ে বেড়ান বোর্ড
ডাগর চক্ষু রাঙায়া হাঁকেন
অল ঘোড়া কন্ট্রোল্ড
গুরুরা বেজায় নির্দোষ
পদ্মপাতার জল
দোষত্রুটি হয়ে থাকলে
করেছে কুচক্রী কোনো মহল
গুরুদের আছে জীবে দয়া
তথা পশুসম্পদপ্রীতি
মিহি মসৃণ ঘটনার বাদে
গুরু দেন বিবৃতি
গুরুরা আছেন সতেরোয়-সাতে
ন্যায্য নয়ে ও ছয়ে
স্বরাষ্ট্রসৌহার্দ্যে গুরুরা
রাখিবেন বরাভয়ে
গুরুর নাহিকো কসুর কোনো
নাহিকো গুরুর লয়
চিরদিন গুরু দোরে গরজায়
জিন্দাবাদ ও জয়
বসিলেন গুরু অবশেষে মহাধ্যানে
ইলাজ় কোথায় হেন উদ্ভূত রোগে
গুরু কহিলেন বুঝেছ উপেন
ভোট দিয়ো যুগে যুগে
হেনকালে এক উদয়িলা কবিয়াল
কহিলা আরেক গস্পেলসম উপায় —
গুরুর কোনোই চিন্তা নাহিকো
লঘুহীন দুনিয়ায়
গুরুরা মাখলুকাতের মধ্যে
যা-কিছু ভালো ও বেস্ট
গুরুর মাথায় ক্রাউন তুলে দিন
হাতে তুলে দিন ক্রেস্ট।
.
.
ফ্রস্ট অ্যান্ড ফ্রাস্ট্রেশন
অ্যান্ড মাইলস টু গ্য বিফোর য়্যু স্লিপ…
থতমত শ্লোকশব্দ, অগ্নিদগ্ধ মন্দির, স্তব্ধচক্ষু মঙ্গলদীপ
অ্যান্ড ফ্যাদমস টু স্লিপ বিফোর য়্যু গ্য
অভয়বাণীর পাশে একেকটা ভাঙাচোরা মুখ, লণ্ডভণ্ড বাড়ি, শীতের বৃষ্টিলগ্নে দেশ পোড়াদহ
অ্যান্ড য়্যু’য়ার দ্য ডিউটিবিয়ারার সেন্ট বাই দ্য অলমাইটি অবস্কিয়্যুর
অশেষ শান্তি বর্ষিত হোক অনিবার্য তোমার উপর
অ্যান্ড সো-ম্যানি থিংস্ বিন সেইড সো-ম্যানি বিন ডান
অপমানে হতে পারবে কি তবু উহাদের একবিন্দু সমান?
ওই আসে ভৈরব হরষে, হে মোর দুর্ভাগা, দ্যাখো প্রগতিশীলিত রেস্কিয়্যুয়ার
চেয়ে দ্যাখো, চক্ষুষ্মান, জ্বলে ঘর পুনশ্চ তোমার।
—জাহেদ আহমদ ২০১৬
- প্রকাশ্য সন্ধ্যায়, শীতে - January 4, 2025
- মর্মস্পর্শী মিসকিনদের দেশে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড - January 1, 2025
- যেহীন আহমদ, অনেক অনেক দিনের পরে… - December 12, 2024
COMMENTS