শুদ্ধতাবাদ || আনম্য ফারহান

শুদ্ধতাবাদ || আনম্য ফারহান

শুদ্ধতাবাদ হইল নয়া উপনিবেশ।

ব্যাকডেটেড এবং সমূহ হুমকির কারণ এই বস্তুকে হোগা মাইরা চাঙে উঠায়া দিতে হবে।

হিটলারকে যেই কারণে ভিলেন বানানো হইছে, সেই একই কারণে হিটলারকে আদরও করেন যারা, প্রবণতা হিসাবে তলে তলে তাদের সেই শুদ্ধতাবাদ, যেইটার ক্ষতিকর দিকটি সমাজে ও রাজনীতিতে গভীরভাবে আছর ফেলছে; তারই পরিণত রূপগুলা আমরা এখন চতুর্দিকে দেখতে পাইতেছি।

এই শুদ্ধতাবাদ ভাষা ও কালচারে মায় রাষ্ট্রে থাকে বইলাই জাতীয়তাবাদ এত হিংস্র হয়। রাষ্ট্র হিংস্র হয়। তার অনুগামী অনুসারীরা বলদ কিসিমের হিংস্রতার একেকটা অ্যাটম বম্ব হইয়া ওঠে।

আমি পরমতসহিষ্ণুতা বা সহনশীলতার আলাপ এইখানে পাড়তেছি না। তার আরও অনেকগুলা এক্সটার্নাল ফ্যাক্টর আছে। ওইটা না, জাস্ট নতুন ঔপনিবেশিক প্রবণতাগুলা ধ্বংস কইরা দিতে হবে।

আর, শুদ্ধতাবাদীদের হিংস্রতাকে নিপীড়ন বা জুলুমের ভুক্তভোগী হিসাবে ন্যায় আচরণ মনে করারও কোনো কারণ নাই। রিভেঞ্জের হিংস্রতা আর শুদ্ধতাবাদের হিংস্রতা দুইটা দুই জিনিস।

২০/০৯/২০২৩


আনম্য ফারহান রচনারাশি
গানপারে ফ্যাসিবাদ

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you