রকিব হাসান : অকাল প্রস্থান

রকিব হাসান : অকাল প্রস্থান

শেয়ার করুন:

কিশোর গোয়েন্দা সিরিজের মহান স্রষ্টা, আমাদের শৈশবের মহান লেখক রকিব হাসানও আজ প্রস্থান করেছেন। আমাদের প্রজন্মের অনেকেরই হয়তো সেবা প্রকাশনীর কাছে ঋণ স্বীকার করতে হবে। ফুটবল ক্রিকেট ছাড়াও আমাদের প্রজন্মের অনেকের স্কুলব্যাগেই থাকত সেবা প্রকাশনীর বই। এই সেবা প্রকাশনীর মাধ্যমেই রকিব হাসানের সাথে পরিচয়।

প্রথমদিকে তিনি ছিলেন অনুবাদক। পৃথিবীর বিভিন্ন ভাষার ক্লাসিক অনুবাদের মাধ্যমে লেখালেখির জগতে প্রবেশ করেন তিনি। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজ সহ চার শতাধিক জনপ্রিয় বই লেখেন। তবে একটা প্রজন্মের কাছে তিনি ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক হিসেবেই সবচেয়ে পরিচিত। মূলত রবার্ট আর্থারের ‘থ্রি ইনভেস্টিগেটরস’ সিরিজ অবলম্বনে তিন গোয়েন্দার সূচনা হয়। ভাষায়-বর্ণনায় এখানে নতুনত্ব ও নিজস্বতা স্থাপন করেছিলেন। কাহিনি, বর্ণনা, অ্যাডভেঞ্চারের অভিনবত্বের জন্যই এই সিরিজ বাংলাদেশের অসংখ্য কিশোর-কিশোরীর নিত্যসঙ্গী।

রকিব হাসানের লিখনশৈলীতে পরভাষার আখ্যান একেবারে নতুন রূপে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের জলমাটির সাহিত্য হয়ে উঠেছে এটি।

আজকের মতো মিডিয়ার বিপুলতা ছিল না সে-সময়। সে-সময় কেউ লেখককে চিনতও না। লেখকের নামটা জানত শুধু। লেখা ও লেখার শক্তির মাধ্যমে লেখকের নামের পরিচয় হতো। এই তিন গোয়েন্দা  সিরিজের মাধ্যমে তিনি হয়ে ওঠেন হাজারো কিশোর পাঠকদের প্রিয় লেখক।

রকিব হাসান নামে লেখার পাশাপাশি তিনি ব্যবহার করেছেন বিভিন্ন ছদ্মনাম। শামসুদ্দীন নওয়াব নামে তিনি অনুবাদ করেছিলেন জুল ভার্নের বইগুলো।

বাংলাদেশের পাঠকদের কাছে রকিব হাসান শুধু একজন গোয়েন্দা লেখক নন, তিনি কয়েক প্রজন্মের শৈশব-কৈশোরের ভালোবাসার মানুষ, মনন ও পঠনপাঠনের উদার মনের নির্মাতা।

সরোজ মোস্তফা ১৫ অক্টোবর ২০২৫

শেয়ার করুন:

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you