করোনার ভ্রান্ত অজুহাত দেখিয়ে ফকির লালন সাঁইজির ছেউড়িয়া ধামে তিরোভাব বার্ষিকীর অনুষ্ঠান ও সাধুসঙ্গ নিষিদ্ধ করেছেন — আবার আপনারাই ‘সাম্প্রদায়িকতা’ ঠেকাবেন — বাহ্!
একাত্তর শুধু ১৯৭১ সনে হয়নি। আরেক একাত্তর আছে। ১৭৭১-এর ফকির-সন্ন্যাসী বিদ্রোহের কথা আপনারা ভুলেই বসেছেন। ইতিহাস পাঠ করুন এবং শ্রদ্ধাভক্তির চর্চা ও সংস্কৃতিতে অভ্যস্ত হোন।
মনে রাখবেন, মুখে মুখে নয় — চর্চায় ও জীবনবোধে বাউল-ফকির-সন্ন্যাসীরা বাংলাদেশের একমাত্র ও প্রকৃত ‘ধর্মনিরপেক্ষ’ বেষ্টনী।
বাউল-ফকির সাধুগুরুদের অহেতুক ক্ষেপাবেন না। তারা এখনো ধৈর্য ধরছেন ও আপনাদের চরম দাম্ভিকতা সহ্য করছেন।
তাদের সৎকর্ম উপেক্ষা করে, তাদের বিশ্বাসের জায়গায় নোংরা হাত দিয়ে — আপনাদের অসততা ও রাজনৈতিক ফয়দা লুণ্ঠনের অভিপ্রায় কেবল দুঃখজনক নয়, তা ভয়াবহ। এর পরিণম আপনাদের অবশ্যই দেখতে হবে।
সময় তার নিজ-সময়ে সবই উত্তর দেবে, যেমন সে দিয়েছে হাজার বছর ধরে।
জয় গুরু আলেক সাঁই!
পল্লবী ৮-১/এ, মিরপুর, ঢাকা ১২১৬ ।। ১৭ অক্টোবর ২০২১ ।। ১লা কার্তিক, বঙ্গাব্দ ১৪২৮ (ফকির লালন সাঁইজির ১৩১তম তিরোভাব বার্ষিকী)
- Take a break folks and read this book - April 7, 2025
- Muchkund Dubey and Hindi translation of Fakir Lalon Shah’s work || Mac Haque - March 30, 2025
- Are we ready for Khilafa E Bangal? || Mac Haque - September 5, 2024
COMMENTS