কুকুরসঙ্গ

কুকুরসঙ্গ

শেয়ার করুন:

কুকুর নিয়ে বেশকিছু রিমার্কেবল ছবি আছে। তার মধ্যে আমার পছন্দের ছবি হ্যাচিকো। একাধিকবার দেখেছি। সেই আগ্রহ থেকেই মূলত চার্লি ৭৭৭ দেখতে বসা। ডগ লাভার্স গ্রুপে ছাড়াও সিনেমাগ্রুপগুলোতে প্রশংসার বন্যা বয়ে যেতে দেখেছিও। কিন্তু আমার হতাশ লাগছে সিনেমা দেখে। আপনিই বলেন ২ ঘণ্টা ৪৫ মিনিট দীর্ঘ একটা সিনেমার গন্তব্য যখন আপনি জেনে যাবেন তখন ওই ছবির কি কোনো মানে থাকে? তাও আবার সাথে তিনটা গানও! সব মিলিয়ে একটু কুকুরের সাথে মানুষের আত্মিক সম্পর্ককে অতিক্রম করে এই ছবিতে যে পরিমিতিবোধের ঘাটতি আছে সেইটাই প্রধান হয়ে উঠছে আমার কাছে। যে-গল্পটা অনায়াসে দেড় ঘণ্টায় বলতে পারতো তা পৌনে দুই ঘণ্টা লাগাইছে। এইটা স্রেফ দর্শকদের ওপর অত্যাচার। এবং অবশ্যই চিত্রনাট্যকারের পরিমিতিবোধের অভাব।

ইলিয়াস কমল

শেয়ার করুন:
পরের পোষ্ট
আগের পোষ্ট

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you