সিনেমা দেখতে বসেছিলাম অ্যাডাম ড্রাইভারের অভিনয় দেখতে। কিন্তু পেনেলোপে ক্রুজে আবারও মুগ্ধ হয়ে গেলাম। লৌরা ফেরারির চরিত্রে এত ভালো অভিনয় করছেন ভদ্রমহিলা! — তার রাগ ক্ষোভ ও বিরক্তিকর এক্সপ্রেশনগুলো মনে থাকবে। আর সিনেমা শেষে মনে হয়েছে, যেই গল্প নিয়ে এই সিনেমা এইটা বরং বায়োগ্রাফিক্যাল সিরিজ হতে পারতো। যদিও সিরিজের মতো টানটান না গল্পটা। তবে সবচেয়ে ভালো মাধ্যম এইটার বই! যেটা অবশ্য আছেই। আর সেই আত্মজীবনী থেকেই সিনেমা নির্মিত হয়েছে।
Latest posts by গানপার (see all)
- কাব্য ও বিজ্ঞান || শ্রীঅশোকবিজয় রাহা বি.এ - January 14, 2025
- মুরারিচাঁদ কলেজ, অশোকবিজয় রাহা এবং একটি অগ্রন্থিত রচনা || মোহাম্মদ বিলাল - January 14, 2025
- জনতার কাব্যরুচির প্রতীক || ইলিয়াস কমল - December 14, 2024
COMMENTS