নিজের ব্যাপারে এই বুঝটা আমার আছে যে আমিও অন্যের কাছে বিরক্তিকর হতে পারি।
কমেডি সিনেমায় আরও অনেক ড্রামাটিক হবার দরকারে ওই মুহূর্তে যেই জিনিশটা আমারে রাগায় তা মনে রেখে অভিনয় করি এবং সফলভাবে কাজটা সাঙ্গ করে উঠি।
সবসময় আমি ক্যামেরার সামনেই থাকতে চাই কি না আমি নিশ্চিত না। কারণ ম্যুভিকলার অন্যান্য অনেক জিনিশই আমার ভাল্লাগে, আমি করতে চাই। আমার ভাল্লাগে প্রযোজকের ভূমিকাটা। ভাল্লাগে ক্যামেরাগ্র্যাফির কাজটা। অ্যাডভেঞ্চার ভাল্লাগে আমার। সর্বোপরি নিজেরে একটা চাপের ভিতর দিয়ে স্ট্রেসের ভিতর দিয়ে নিয়ে যেতে ভাল্লাগে সবসময়।
ছেলেবন্ধু সবসময়ই ছিল আমার। কিন্তু কল্পনাও করিনি তাদের কারোর লগে বিয়াশাদি। জিনিশটা, শাদি জিনিশটা, আমার কাছে মনে হয় যেন গলায় একটা শেকল আর একজোড়া ঘণ্টির মতো।
অস্কারপ্রাপ্তরা আমার মনে হয় মানুষগোত্রের মধ্যে একমাত্র যারা অশরীরী অভিজ্ঞতার স্বাদটা কেমন তা পায়।
চয়ন, সংকলন ও অনুবাদন : বিদিতা গোমেজ
… …
- ক্রমশ প্রকাশমান মেঘদলের তৃতীয় অ্যালবাম অ্যালুমিনিয়ামের ডানা || এমজি কিবরিয়া - April 28, 2025
- মধ্যনগরে বঙ্গাব্দবরণ ১৪৩২ || বিমান তালুকদার - April 18, 2025
- অতি সাধারণ ঋণ বা ন্যানো ক্রেডিট || হুমায়ূন আকাশ - April 17, 2025
COMMENTS