জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে বইপত্র আছে অনেক, কিন্তু এত দুর্ধর্ষ ও লোমহর্ষক একটা গণহত্যা নিয়ে সিনেমা তেমন চোখে পড়েনি। এই ছবিতে সেইটাই কিছুটা দেখা গেল। মানে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যে কত নৃশংস একটা ঘটনা, রাজনীতিসচেতন আর ইতিহাসজানা মানুষ ছাড়া তো জানেই না। ব্রিটিশবিরোধী এত এত ছবি ও ভাষ্য আসে, এই ঘটনা নিয়া আলোচনা হয় না। তবে এইখানেও এই ছবি নিয়ে আলোচনা করতে গেলে এই প্রসঙ্গের চেয়ে আরও আরও বিষয়ই গুরুত্ব পেতে পারে। যেমন সুজিত সরকারের ছবি মানেই যে বিশেষ কিছু, সেই জায়গায় অ্যামাজনের আগের প্রজেক্টেও আমরা কিছুটা হতাশ ছিলাম। আর ঐতিহাসিক ছবিতে এই রিস্ক আরও বেশি থেকে যায়। কিন্তু ভিকি কুশাল পুরো ছবিতেই ছিল দুর্দান্ত। মনে হইছে মাসানের পর সে মনমতো অভিনয় করার মতো একটা সিনেমা পাইছে আর-কি।
ইলিয়াস কমল রচনারাশি
গানপার ম্যুভিরিভিয়্যু
Latest posts by গানপার (see all)
- জনতার কাব্যরুচির প্রতীক || ইলিয়াস কমল - December 14, 2024
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
COMMENTS