মৃত্যুভূখণ্ডেও আমি একটা গানের কলি
ধানের সুবাসে ভাসি-ডুবি মীন ভাটিয়ালি।
আমাকে কাটলে বের হবে সুর
করিম তুলেছে সুর মানবমুক্তির।
সময়ের কোনো শেষ নেই
সুরে কাউকেই তাড়াতে নেই।
মালজোড়া গাইতে গাইতে এই মাটিগাত্রে
ঘুমিয়েছে যারা
তাদের নামের পাশে রেখে আসি এই
গানের দোতারা।
সুর ছাড়া কিছুই চাইনি
সুর ছাড়া কিছুই পাইনি।
গানে কাঁদে মাটি শীতের শিশির
শত শত বছরের বাংলা সুরের তালুক।
সুর এই মাটি
সুর এই নদী
সুরের উঠানে তাই ঘুমিয়ে পড়েছি।
আমার সমাধি সেও এক সুর
রাত মুছে মুছে করিম লিখেছে সুর
মানবমুক্তির।
তুমি এসো এইখানে করিম ঘুমায়
কালনী নদীর ঢেউ পাশে বয়ে যায়।
তুমি এসো, সাং দিরাই, সুনামগঞ্জ জেলায়।
সরোজ মোস্তফা রচনারাশি
গানপারে শাহ আবদুল করিম
গানপার কবিতার, কবিতার গানপার
Latest posts by সরোজ মোস্তফা (see all)
- শিক্ষকের জন্মদিন || সরোজ মোস্তফা - October 5, 2025
- হকের জীবন ও সাহিত্য || সরোজ মোস্তফা - September 27, 2025
- নিখিলদা, গানের মানুষ, গানের মতো মানুষ || সরোজ মোস্তফা - September 26, 2025
COMMENTS