মারেন ধরেন
যথেচ্ছ ঠকেন
টুঁ শব্দ করব না
আমি চাই সীমানা
পারায়া যাব অন্য কোনোখানে
শেখ হাসিনার সম্মানে
দেশান্তরে
বেড়াই ঘুরে এই পৃথিবীর টিলায় টিলায়
এশায় নিশায়
হাওরে
লেখার স্বাধীনতা পাইবার আশায়
শিল্পীসাহিত্যিকদের শোভাযাত্রায়
যাই, ভিড়ি সিন্ডিক্যাটে
যেমন খুশি যেভাবে ইচ্ছা ঠাপান
কোকস্টুডিয়ো বাংলায় ল্যাওড়া প্যাট্রিয়টের গান
জীবনটা যাক ভাইরাল হয়ে ফেটে
মারেন ধরেন কাটেন
খালি লিখতে আমায় দেন, পিয়েম, লিখতে আমায় দেন
বড় বড় কবিলিখিয়েরা তাদের লেখাজোখায় আপনারই তো স্তুতিগাথা গাইবেন।
.
.
*
কত কত গান না-গায়া পার করি
দিন একেকটা—
বাল, হেটা
মামুনুর রশীদ আর হিরো আলম
কোনোটারে বেশি কোনোটারে কম
দুনোটারেই ভরি
পিসন দিয়া তাদের আর্টকালচার
সবকিসু ধসে গেসে, দেশখণ্ড ধ্বংসস্তূপে একাকার
আর তুমি কি-না নাজিল হইসো রুচির প্রোমোটার!
দুনোটারেই করি, খিস্তি, স্যরি।
.
.
*
সময়, দ্য টাইম, একটা পাষণ্ড
কথাটা যার মুখ থেকে বাইরায়
তারে দেখতে যেন জনজোয়ার সংঘটিত হয়া না-যায়
শাসনতন্ত্রে এবং মিডিয়ায়
বানায়া রাখি তারে সেহেতু অতীব খর্বকায়
আন্দু জড়ায়া রাখি বিচাড়ারে এটাওটায়
আদুমচুদুম, একই বৃন্তে দুইটি কুসুম, গান্ডু!
.
.
*
বাংলা সাহিত্যের দুঃখের কথা
অযথা
আর না বলি
নিশ্চয় আমাদের দেখা হবে
কে জানে কোথায় এবং কবে
অ্যানিওয়ে, এইটাই, চলি!
- যেভাবে হয়ে ওঠে ‘এসো আমার শহরে’ || শিবু কুমার শীল - March 6, 2025
- Basudeb Dasgupta’s ‘Randhanshala’ The Cooking Place translated by Sourav Roy - March 4, 2025
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
COMMENTS