বিচি গেলে ফেলার মতো পৈশাচিক
তবু সমকালের গরলের লগে সম্পর্ক বৈবাহিক
তোমার, আমার
আমাদের গৃহপ্রবেশমুখে বেড় দেয়া পাতাবাহার
ডার্ক গ্রিন আর ইয়েলো ছিটার ছোপ
রইদে এবং জ্যোৎস্নায়
শীতগ্রীষ্ম দুনো অবস্থায়
এই গাছগুলারে দেখায় সিম্পলি স্যুপার্ব—মানে, অপরূপ!
অবর্ণনীয় বললেও অল্প বলা হয়
অ্যানিওয়ে, কৃপণের বিষয়াশয়
দাম কমায়া বাজারে ছেড়ে দিলেও যদি বিকোয়
নিত্যভোজ্য দ্রব্যমূল্য উর্ধ্বগতির অভয়ারণ্যে একদিন স্থিরতা আসিবে নিশ্চয়!
তা তো নয়
আমি জানি, জীবন আমারে দেবে না আদৌ সময়
আদৌ জল ছাড়া বাঁচিবে না মীন
তা-ও জানি, কিন্তু তুমিহীন
তুলকালাম তুঁতফলপাখায়
বিচিগালা নারকীয় ভয়তান্ত্রিক জমানায়
ভাবি, আমারই মাথার নাই ঠিক
সবকিসু চলতেসে শেখ হাসিনার দেশে ফ্যান্টাস্টিক!
Latest posts by গানপার (see all)
- আব্বাসউদ্দীন আল মাহমুদ - January 7, 2026
- ছবিলেখকের মিত্রকলা - January 6, 2026
- পরিভ্রমণের প্রেরণাবাহিত কবিতা - January 6, 2026

COMMENTS