যে-দেশে সিনেমা নাই
সে-দেশের সিনেমার গান গাই
যে-দেশে নাই গান
সে-দেশে কর্পোরেটের সফ্টকোর স্টুডিয়ো মহান
যে-দেশে নাই বিপন্ন সময় আঁচ করবার মতো কবি ও লেখক
সে-দেশে জেলা সাহিত্য ও উপজেলা সাহিত্য সম্মেলনে স্টেজে
স্যুটে-প্যান্টে সেজে
ভেইন ঠাঠায়া সাহিত্য দুচায় বিভাগীয় প্রশাসক
তুমি একটা আদুচা বাঙাল পাঠক
তৃণমূল কবি ও কলাকারগুলারে পেছনশান্টিং করা মান্যবর প্রশাসকের হক
শূকসারি পিঞ্জরায় দ্যায় সায়, বেশক, বেশক!
.
.
*
অবস্থা আসলেই ভীষণ
আগা মোটা, আর তারচেয়েও গুরুত্বপূর্ণ, গুড়ি চিকন
ওদের লেখায়
টের পাওয়া যায়
বালেশ্টরি কী জিনিশ দুনিয়ায়
লেখার নামে একগাদা ভান, ভনিতা, পীড়ন
অবস্থা আসলেই ভীষণ তথা আগা মোটা গুড়ি চিকন
অবিলম্বে না-নিলেই নয় আবশ্যক পজিশন।
.
.
*
অবিকল অধুনা বাংলা সিনেমার ডিরেক্টার
ঢাল আছে তরোয়াল আছে বেজায় বেশুমার
তবু তার পরিস্থিতি নিধিরাম সর্দার
হম্বিতম্বি ইউটিউবার
অথবা যায় অ্যামেরিকানা পেরিপ্ল্যানেটার লগে মিল পাওয়া
পার্বত্য উঁচা উঁচা ডাইনোসোরাসের জুরাসিক জুজুবুড়া হাওয়া
কাব্যকলাকৈবল্যভরা বাংলাদেশের ফিউটাইল ফিউচার।
- যেভাবে হয়ে ওঠে ‘এসো আমার শহরে’ || শিবু কুমার শীল - March 6, 2025
- Basudeb Dasgupta’s ‘Randhanshala’ The Cooking Place translated by Sourav Roy - March 4, 2025
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
COMMENTS