পুষ্পা আর-পাঁচটা দক্ষিণ ভারতীয় ছবির মতো দারুণ সব কেমিস্ট্রির গুণে বক্স অফিস কাঁপালেও তার বিশেষত্ব ছিল গানে। আল্লু অর্জুন ও রেশমিকা মান্দানার রসায়ন কিংবা আইটেম গানে সামান্থা রুথ প্রভুর লা জবাব কারিশমা তো ছিলই আর সেটা দক্ষিণ ভারতীয় ছবির স্বর্ণযুগে অবধারিত বটে। তাদের ছবিগুলো, বাণিজ্যসফল সিনেমা তৈরির কলাকৌশলে নতুনত্ব আনার পাশাপশি দারুণভাবে নিজের স্থানিক আবহের সঙ্গে একাত্ম হয়ে পর্দা কাঁপায়। চরিত্রে লোকাল কিন্তু সিনেমাটিক জেশ্চারে পুরাদস্তুর গ্লোবাল। গানের মধ্যে সেই জলবায়ু তারা ধারণ করেন। শ্রীভাল্লি গানখানা তার নমুনা বটে!
দক্ষিণ ভারতে তামিল-মালয়লাম-তেলেগু ছবি পয়দার কারখানা হিসেবে একসাথে মিলেঝুলে কাজ করে। হিন্দি সার্কিট ধরতে ছবির ডাবিং হিন্দি সহ অন্য প্রাদেশিক ভাষায় তারা রিলিজ করেন অহরহ। গানের ক্ষেত্রে পুষ্পার পদ্ধতি খানিক অভিনব ছিল। মূল তামিল ভার্শনটার সঙ্গে হিন্দি ও বাংলাতে এটি রিলিজ করে পরে। সিড শ্রীরামের কণ্ঠে মূল গানখানা লা জবাব। আর জাভেদ আলীর কণ্ঠে হিন্দিটা সব ছাপিয়ে টপ নোচ। বাংলা সংস্করণে ঊষা উত্থুপকে নির্বাচন একদম যথাযথ মানতে হয়। শাস্ত্রীয় সংগীত থেকে পপ, সকল ধারার গানে সহজাত এই গুণী শিল্পী যে-ক্ষমতা কণ্ঠে ধারণ করেন তার সামান্যই ভারতবর্ষ কাজে লাগাতে পেরেছে। আর. ডি বর্মণ থেকে বাপ্পী লাহিড়ী কিংবা হালে শান্তনু মৈত্র তাঁকে একটা ফ্রেমে ব্যবহার করেছেন কিন্তু ঊষার ক্ষমতা অধিক ব্যাপক ছিল মনে হয়। বব ডিলানের Blowin’ In The Wind তাঁর কণ্ঠে অন্যমাত্রা পায়, এবং এভাবে আরো অসংখ্য গান ঊষা গেয়েছেন একদম নিজের মতো করে, নিজের গায়কিসত্তার ওপর অগাধ আস্থা ও স্বাতন্ত্র্যে দাঁড়িয়ে। শ্রীভাল্লিতে সেটা অটুট বৈকি। তাঁকে কুর্নিশ জানাই সেইসব গানের জন্য যেখানে প্রাচ্যের আন্তরমগ্ন সংগীতপ্রণালির মধ্যে গাঢ়ভাবে মিশেছে পাশ্চাত্যের হল্লা, সেইসব উচ্ছল মোমেন্ট যা ভারতবর্ষে পপ ধাঁচের গানকে ক্রমশ বদলে দিয়েছে, তার অনেকখানি উষা ধারণ করেছেন একলা।
গানের লিঙ্কগুলি
Srivalli : Movie: Pushpa The Rise
I. Hindi Version; Singer: Javed Ali
II. Bengali Version; Singer: Usha Uthup
III. Tamil/Malayalam Version: Singer: Sid Sriram
IV. Blowin’ In The Wind | Bob Dylan Cover | Usha Uthup
V. Vandiyile-Shantanu moitra feat Usha Uthup & La Pongal, Coke Studio @ MTV Season 2
তাৎক্ষণিকামালা
আহমদ মিনহাজ রচনারাশি
- ভোটবুথ, ভূতভোট, বজরঙবলি ও বেবুন - November 26, 2024
- ক্বারী আমীর উদ্দিন সান্নিধ্যে সেদিন || তারেক আমিন - November 20, 2024
- পোয়েট ও তার পার্টনার - October 19, 2024
COMMENTS