আমাদের সাংস্কৃতিক সেক্টরে তিন ধরনের লোকের কখনো কোনো ‘ভুল’ হয় না।
এক : যারা কাজ করে না; দুই : যাদের কাজ হলো অন্যের ভুল ধরা; আর তিন : ‘দেখছি, দেখব, জানাচ্ছি, জানাব’ — এই তিন ধরনের লোক মিলে বাংলাদেশর সাংস্কৃতিক সেক্টর ‘চালায়’। কেমন ‘চলছে’ তা সবাই দেখতেই পাচ্ছেন।
সাংস্কৃতিক সেক্টরের বড় সমস্যা — সুন্দরসুন্দর দাঁতভাঙা নান্দনিক ও পরিশুদ্ধ বাংলা ভাষায় লেকচার দেবার লোক প্রচুর, কিন্তু যতই লেকচার দিক এরা কাজ করে না — কারণ এরা কাজ জানে না — কারণ লেকচার দেয়াই তাদের ‘একমাত্র’ কাজ ।
রাষ্ট্রও এদের লেকচার মন দিয়ে শোনে ও প্রাণ ভরে ‘উপভোগ’ করে — কারণ সে খুব ভালো জানে পরের দিনের পত্রিকা সহ মিডিয়াতে তাদের এই ‘ঐতিহাসিক’ লেকচার কাম দরকষাকষির প্রেসবিজ্ঞপ্তি ঢালাওভাবে দিয়ে দিলেই এই তিন ধরনের পাবলিক সবচেয়ে বেশি প্রীত হয় — আনন্দে বেহুঁশ হয়ে যায় । তালিয়া!
শেকায়েত প্রচুর তবে সমাধান নেই — ঘুরেফিরে ওই একই ‘দেখছি, দেখব, জানাচ্ছি, জানাব’ বা ‘ রাষ্ট্রীয় প্রসিডিউর আছে রে ভাই’। দু-মাস পর সবাই চেপে যায় — সংস্কৃতি ঠিক এই একই ধারাবাহিকতায় চলছে গত ৫০ বছর।
সংস্কৃতি মহাসাগরের তিমিতুল্য বিশাল এক জীবসত্তা। বিশালতায় তা প্রাথমিক ও পূর্ণাঙ্গ সত্তা। সংস্কৃতি কোনো স্থবির সত্তা না — সে কোনো পুকুরের মাছ না। তবে বাংলাদেশের সংস্কৃতির দুরবস্থা কুয়ার ব্যাঙতুল্য। পচা কুয়ার পানিতে সে ‘বড্ড একা’ — তাই খরা অবস্থায় সে ‘কুয়াক কুয়াক’ করে দিন-চারেক ডাক দিয়েই যায় — বৃষ্টি আসলে সে আবার ডুব দেয়। বিপদ দেখলে কাছিমের মতো মাথা ঢুকিয়ে ফেলে — আস্তে কেটে পড়ে।
পল্লবী, ৬ জুন ২০২১
সংগৃহীত ফটোগ্র্যাফ অবলম্বনে ব্যানার অসীম দাস
ম্যাকের কলাম ১
মাকসুদুল হক রচনারাশি
- Are we ready for Khilafa E Bangal? || Mac Haque - September 5, 2024
- সিজনাল মায়াকান্না ও আমাদের প্রতিবাদের ফ্যাশনেবল কালচার || মাকসুদুল হক - October 22, 2021
- স্মর্তব্য ১৭৭১ || মাকসুদুল হক - October 20, 2021
COMMENTS