স্বপ্নময় চক্রবর্তী। ঘোরলাগা এক নাম। উনার লেখা প্রথম উপন্যাস হলো ‘চতুষ্পাঠী’।
নিঃসঙ্গ এক বৃদ্ধের গল্প। লুপ্তপ্রায় সংস্কৃত ভাষার পণ্ডিত, যার আদি নিবাস পূর্ববঙ্গ। কলকাতা শহরের মতন অতি নাগরিক শহরে থেকেও তিনি তার আত্মমর্যাদা ধরে রাখতে প্রবল সংগ্রাম করে যাচ্ছেন। তিনবেলা খাবারের কোনো ভরসা নাই তবু তিনি মানুষের ঘরে বেতনভোগী পূজারি হবেন না। টোলের পণ্ডিত, সরকার থেকে বছরে দুইবার যা আসে সে দিয়ে দুটো গামছা কিনা যায় কি না সন্দেহ, তবু তিনি লড়ে যাবেন।
কার সাথে?
প্রতিপক্ষ তিনি নিজেই।
উপন্যাসের নাম ‘চতুষ্পাঠী’। লেখকের নাম স্বপ্নময় চক্রবর্তী। ছিল প্রথম উপন্যাস এটি এমন এক লেখকের যিনি পরবর্তীকালে একের পর এক সৎ ও সফল কথাসাহিত্য করে যাবেন।
Latest posts by গানপার (see all)
- রিপ্রিন্ট রিফ্রেশিং - November 7, 2025
- কোচবিহার ও আব্বাসউদ্দীন - November 7, 2025
- দেবেশ রায়ের ফ্যাসিবাদের বিত্তান্ত - November 6, 2025

COMMENTS