তারা রাজার হালেই থাক
তারা ধর্ষণ করে যাক
তারা পুরুষের মতো পুরুষ
থাকে থাকুক একটু দোষ।
তারা রাজার ছত্রছায়ায়
তারা ময়ূরপঙ্খি নায়
তারা বাপের ব্যাটার মতো
করে করুক কাণ্ড যত।
তারা আলগোছে দেশ লোটে
তারা রাজার বাগানে ফোটে
তারা পানি পেয়ে শেকড়ে
দ্যাখো পতপত করে ওড়ে।
তারা রাজার নিশানবাহক
তারা আকালের মহানায়ক
তারা নামজাদা কালজয়ী
কিছুটা আদুরে অবক্ষয়ী।
তাদের গলায় চন্দ্রহার
তারা রাজারই সম্প্রসার
রাজা যা-কিছু করতে চান
তারা তাতে হয় আগুয়ান।
তারা পালোয়ানি করে যায়
তারা গাজোয়ারি জিগীষায়
তারা বাংলার মাঠঘাট
করে প্রকাশ্য লুটপাট।
তারা নাগরিক মহামান্য
তারা রাত্রি ও অপরাহ্ন
তারা রাজার পাহারাদার
এ যে কানার হাটবাজার।
তারা রাজকীয় প্রশ্রয়ে
তারা থাকে মেতে নয়েছয়ে
তারা বীরের মর্যাদায়
বাঁচে রাজার আশকারায়।
তারা রাজার শক্তিবল
তারা আগের ছাত্রদল
তারা আজকে ছাত্রলীগ
দেশ ছুটছে দিগ্বিদিক।
তারা মায়ের গর্ভতেই
তারা বাপের ঔরসেই
নিয়েছে যদিও জন্ম তারা
নাও বুঝে এই ইশারা।
মানে আমরা তাদের বাপ
জননী নিও না খামাখা চাপ
মুগ্ধ জনক-জননী সব
করো সুপুত্রগৌরব।
পুত্র সুবোধ মাতৃভক্ত
পুত্র মহান বংশরক্ত
পুত্র প্রসন্ন শিশ্ন
হয়ো না তার পথে বিঘ্ন।
শিশ্ন তাদের অহঙ্কার
উৎস সকল ক্ষমতার
হলেই ডিস্যাগ্রি দৃষ্ট
হবে শিশ্ন প্রবিষ্ট।
শিশ্ন মহৌষধের নাম
পূরণে রাজার মনস্কাম
তুমি কে হে চ্যাঁটের বাল
উহারা প্যাট্রিয়োটিক মাল।
তারা বাংলাদেশের প্রভু
ভুল করতে পারে না কভু
খসে চুন থেকে যদি পান
করো জনতারে বলীদান।
জনতা নামেই জনার্দন
নিদ্রামধ্যে নির্বাচন
এসো এসো ওগো প্রশাসন
কভু ছিঁড়বে না এ-বাঁধন।
যদি গিট্টুটি ছিঁড়ে যায়
বায়ু সহসাই বিগড়ায়
ছি ছি অমনটা ভেবো না
থাকিলে জীবনের প্রেরণা।
তাদের দেখিনাকো কোনো দোষ
ছোট্ট মিষ্টি অণ্ডকোষ
তার মাঝখানে শলাকা
তারা আগ্নেয় পতাকা।
তারা যদি হয় এই-সেই
তাদের এটা-ওটা যদি নেই
জিগাই কী এমন বলিহারি
আমরা তাদেরই মদতকারী।
আমরা তাদেরেই করি সাপোর্ট
নাই আপিল বা হাইকোর্ট
ধরে বিরোধীরে দেই সাজা
বাজা রাজার বাদ্য বাজা।
রাজা ন্যাংটো বলতে নেই
রাজা থাকুক মসনদেই
রাজা আমাদের টুটি টিপে
বের করে নিক রস চিপে।
চেপেচুপে থাকি আমরা
গায়ে বেহায়ার চামড়া
ছাত্রলীগের হই শিকার
রোজ ধর্ষিত পরিবার।।
পদ্যরচনার প্রসঙ্গসূত্র (নমুনা)
জাহেদ আহমদ / অক্টোবর ২০২০
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
- মাসুম পারভেজ : কবি, কাব্যগ্রন্থহীন || সরোজ মোস্তফা - February 7, 2025
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
COMMENTS