সহনশীলতা, সহানুভূতি ও মানবতা

সহনশীলতা, সহানুভূতি ও মানবতা

দ্য লাইফ অ্যাহেড। ডিরেক্টর এডোয়ার্ডো পন্টি। ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ। শ্রেষ্ঠাংশে সোফিয়া লরেন ও অন্যান্য। নেটফ্লিক্স ডিস্ট্রিবিউশন ম্যুভি


হলিউডের ম্যুভি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেলে পরে এমন একটা ম্যুভি দেখা যেতে পারে। অনাথ কালো ছেলেটির স্বপ্নে আফ্রিকার যে সিংহী মাঝে মাঝে স্নেহ প্রকাশ করতে আসে, সে তো হলোকাস্টের হাত থেকে বেঁচে যাওয়া নারীটির প্রতীক। সহনশীলতা, সহানুভূতি এবং মানবতা — এই শব্দগুলি আবার নতুন করে ভাবালো। তাই তো এই ম্যুভি একটা মাস্টারপিস।

আল ইমরান সিদ্দিকী


আল ইমরান সিদ্দিকী রচনারাশি
গানপার ম্যুভিরিভিয়্যু

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you