সিনায় সিনায় জেমস্ || আনম্য ফারহান

সিনায় সিনায় জেমস্ || আনম্য ফারহান

জেমস্ মাঝেমাঝেই এক গান থেকে আরেক গানের ফাঁকে বা গান যেইটা শুরু করবেন ওইটার মুখে নফলারের গোয়িং হোম লোকাল হিরো-র থিমটা বাজান। রেয়ারলি ঘটে এইটা।

আমি সাক্ষী।

আর এরিক ক্ল্যাপটনের ওয়ান্ডারফুল টুনাইট-এর কাভার করছেন।

আমাদের জেমস্ তো আমাদের; প্রত্যেকের গোপন করে একেক রকম জেমস্ আছেনই। নায়ক-গায়করা ওইভাবেই থাকেন। আমারটা আমার। তারটা তার। আমি আমারটার ভিতরে কাউরে ঢুকতে দিব না।

সেমনে সেমনে জেমস্ আমার সিনায় সিনায় লাগে টানওয়ালা একটা প্রেম। একটা স্বর। একটা পুরুষ। একটা নারী। একটা চিৎকার।

ওম্!

আনম্য ফারহান রচনারাশি

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you