জেমস্ মাঝেমাঝেই এক গান থেকে আরেক গানের ফাঁকে বা গান যেইটা শুরু করবেন ওইটার মুখে নফলারের গোয়িং হোম লোকাল হিরো-র থিমটা বাজান। রেয়ারলি ঘটে এইটা।
আমি সাক্ষী।
আর এরিক ক্ল্যাপটনের ওয়ান্ডারফুল টুনাইট-এর কাভার করছেন।
আমাদের জেমস্ তো আমাদের; প্রত্যেকের গোপন করে একেক রকম জেমস্ আছেনই। নায়ক-গায়করা ওইভাবেই থাকেন। আমারটা আমার। তারটা তার। আমি আমারটার ভিতরে কাউরে ঢুকতে দিব না।
সেমনে সেমনে জেমস্ আমার সিনায় সিনায় লাগে টানওয়ালা একটা প্রেম। একটা স্বর। একটা পুরুষ। একটা নারী। একটা চিৎকার।
ওম্!
Latest posts by আনম্য ফারহান (see all)
- ১৫, ১৬, ১৭, ১৮ … || আনম্য ফারহান - August 9, 2024
- গুড ভার্সাস ইভিল সবসময়ই কন্টেক্সট মুখাপেক্ষী || আনম্য ফারহান - July 15, 2024
- সভ্য সমাজের পার্কে পাব্লিক টয়লেটে প্রবেশমূল্য || আনম্য ফারহান - July 11, 2024
COMMENTS