একটি চিত্রপ্রদর্শনী || ইরফানুর রহমান রাফিন

একটি চিত্রপ্রদর্শনী || ইরফানুর রহমান রাফিন

মাস্ক পরো
কানে ধরো
আর মাইর খাও।
আমরা তোমাদের কালো হাতগুলো ধুয়ে দেবো স্যানিটাইজারে
সাবান দিয়ে ঘষতে ঘষতে ফরশা বানিয়ে ফেলব
তখন তোমাদেরকে দেখলে লাক্সের বিজ্ঞাপন মনে হবে।
এই, কে আছিস, একটা লাঠি নিয়ে আয়
শাদা সাহেবরা ম্যানার শিখিয়ে যেতে পারেনি
বাদামী সাহেবরা শেখাবে।
কে যেনো লিখেছিলো :
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হলো।
সে লেখে নাই —
ক্যানাডাও আমাদের হলো
মালয়েশিয়াও আমাদের হলো
সেকেন্ড হোমও আমাদের হলো
বেগমপাড়াও আমাদের হলো
জিডিপিও আমাদের হলো
ক্যাডারগুলাও আমাদের হলো
ব্যাংকগুলাও আমাদের হলো।
তোমাদের কী হলো?
মাস্ক পরো
কানে ধরো
আর মাইর খাও।
আমরা তোমাদের ভুখা হাড্ডিসার শরীরের ছবি তুলব
আমরা তোমাদের অসহায় চোখের চাহনির ছবি তুলব
আমরা তোমাদের পিঁপড়ার মতো অস্তিত্বের ছবি তুলব
তখন তোমাদেরকে দেখলে উন্নয়নের গণতন্ত্র মনে হবে।

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you