তিশা-মুশতাকের ঘটনাটা জটিল। শুধু যদি অসম বয়সী দম্পতির প্রেমের ঘটনা নিয়ে বই প্রকাশের এবং উদযাপনের মামলা ভাবেন, তবে বইমেলায় তাদের ওপর উচ্ছৃঙ্খল জনতার হামলে পড়ার ঘটনাকে মব-লিঞ্চিং মনে হবে। এটা বলার মাধ্যমে আপনি তাদের মতপ্রকাশের স্বাধীনতা এবং বিষমবয়সে ঘর বাঁধবার পক্ষে দাঁড়াচ্ছেন, এই ভেবে তৃপ্তি হতে পারে।
কিন্তু এর সাথে যদি আপনি তাদের সম্পর্কের পূর্বাপর ঘটনাগুলোকে যুক্ত করেন, জিনিসটা অন্যরকম হয়ে যেতে বাধ্য। যে মুশতাকের পক্ষে দাঁড়িয়ে আপনি আজকে যেমন ‘দায়িত্বশীল’ সামাজিক আচরণ করছেন, আইডিয়াল স্কুলের পরিচালনা সদস্য হিসেবে সেই মুশতাক কি তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছিলেন? তিনি অসম বয়সী প্রেমের সম্পর্কে জড়াবেন, এটা তার ব্যাপার, কিন্তু যে-প্রতিষ্ঠানের সেফগার্ড করার দায়িত্ব তার ওপর বর্তায়, সেখানে তিনি যেভাবে প্রিডেটরের মতো আচরণ করেছেন (এ নিয়ে পত্রপত্রিকায় প্রচুর রিপোর্ট আছে), যেভাবে বলপ্রয়োগের মাধ্যমে তার বর্তমান স্ত্রীর কনসেন্ট আদায় করেছেন সেটা মাত্রাছাড়া অপরাধের পর্যায়ে পড়ে। তিশার পরিবার সামাজিকভাবে প্রভাবশালী না হওয়ায় জিনিসটা তিনি সামলে নিতে পেরেছেন, কিন্তু তাতে তার অপরাধ তো হালকা হয় না।
এখন বাকি থাকে একটা প্রশ্ন : তিশা তো এই অসম-সম্পর্কে খুশি। ফলে আপনাদের সমস্যা কী? এটাই হচ্ছে এই কাহিনির টুইস্ট। তিশার খুশি হওয়া নিয়ে একটা গল্প বলি : The Searchers মুভিতে দেখা যায় ডেবি নামে এক শাদা বালিকাকে অপহরণ করে বিয়ে করেছিল এক কোমানচি মোড়ল। বহুদিন পর ছবির শাদা নায়কেরা রেড ইন্ডিয়ান পল্লীতে গিয়ে ডেবিকে পায়। শিক্ষিত-শাদা মেয়েটি সেখানে গোত্রপতির অসংখ্য স্ত্রীর একজন হয়ে দিনাতিপাত করছে। তারা ভাবলেন, এই মেয়েটিকে উদ্ধার করে তারা ‘সভ্য’ দুনিয়ায় নিয়ে আসবেন। অনেকদূর নিয়েও এসেছিলেন, কিন্তু মেয়েটি সেখানেই থাকতে চাইল। বলল, এটাই তার আইডেন্টিটি।
এই গল্প আমার আগে জিজেক বলে গেছেন। তিনি বলেছেন খানিকটা অন্য প্রেক্ষিত থেকে। আমরা তিশাকে যদি ডেবির জায়গায় দেখি, তবে মে বি যে কারণে ডেবি ‘সভ্য’ দুনিয়ায় আসতে চায়নি, ঠিক একই কারণে তিশাও হয়ত তার বর্তমান জীবনকে ‘উদযাপন’ করতে শিখছে। ‘হয়ত’ যোগ করেই বললাম, কারণ এই জিগসা পাজলের অনেকগুলো টুকরা আমাদের হাতে আর আসবে না। আমরা জানব না, তিশাকে প্রলুব্ধ করার জন্য মুশতাক আইফোন গিফট করা ছাড়া আর কী ধরনের ডিভাইস ব্যবহার করেছিলেন? তিশার পারিবারিক কাঠামো কিংবা ওর মানসিক গড়ন — এসব না-জেনে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।
সুমন রহমান রচনারাশি
অসমবয়সী বিবাহ : পুরুষতান্ত্রিক প্রতিক্রিয়া
- আমাদের গ্রামের নাম আমাদের নদীর || কাজল দাস - November 19, 2025
- লোককবি মনির নূরী ও তাঁর গান || জফির সেতু - November 19, 2025
- উপন্যাসে শহুরে জীবনের ক্লান্তি ও বিপন্নতার বোধ || হারুন আহমেদ - November 16, 2025

COMMENTS