জুয়ায় জিতবার পরেই নিয়তি
নির্ধারিত হয়ে গেসলো তার
কোনো অপশন কোনো গতি
ছিল না অ্যাভ্যাইল্যাবল আর
জুয়ায় জিতবার পরেই জীবনে
নেমে এসছিল প্রণয় এবং অবনতি
হিরো ও হিরোয়িন উভয়ের মনে
এবং সহসা টানতে হলো পূর্ণযতি
হিরো ডুবে যেয়ে ভেসে উঠল পর্দায়
ক্যামেরনের কাল্ট সিনেমায়
হিমে কাঁপাকাঁপা সাগরসলিলে কাঠকুটো তক্তায়
কানকাটা ভিন্সেন্টের স্টারি নাইট দেখতে দেখতে শেষটায়
হিরোয়িন তার পায়ের তলায় মাটি ফিরা পায়
বিপদ পুরাটা না-কাটলেও রাইত ফুরায়
রেস্কিয়্যুবোট এসে চোখের উপরে ফেলে আলো
ঘুচে যায় আর্ত চোখের মণিজোড়ায় জেবড়ে-থাকা কালো
টর্চতীব্র সকালবেলায়
হিরোয়িন যখনই স্মৃতি রিকালেক্ট করতে যায়
দেখতে পায়
আশ্চর্য ডুবে-মরা নায়কের ক্ষণিকের আশ্লেষভরা ছায়া
মাটি ফিরে পেয়েই শুরু হয় তার হারানো প্রণয়মায়া।
জাহেদ আহমদ ২০২২ অক্টোবর
Latest posts by জাহেদ আহমদ (see all)
- বাবুলের ভুবনদারি - August 16, 2025
- মাধুরিজি - August 8, 2025
- সুচিত্রায়ণ - August 7, 2025
COMMENTS