
অনেকদিন পর আকস্মিকভাবে মুনিরভাইয়ের (ছবিতে ডানে) সঙ্গে দেখা। আহমেদ মুনির, কবি ও কথাসাহিত্যিক এবং সাংবাদিক। কথা হলো অদ্ভুত একটা বিষয় নিয়ে, যেসব মহৎ সাহিত্য বা শিল্পকর্মগুলো আগে থেকেই ঘোষণা দিয়েই নির্মিত বা লিখিত হয়েছে এবং প্রকাশের পর আসলেই তা দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেছে সেসব নিয়ে। মার্কেজ, দস্তয়েভস্কি, মিকেলাঞ্জেলো এমন বহু নাম উঠে আসলো এই তালিকায়। আলোচনা আরও দূর গড়ালো। কোনটা গাঢ় অনুভূতির কবিতা কোনটা কবিতা নয় ইত্যাদি বিষয়ও। আমাদের পাশের দুজন অচেনা পাঠকও নির্দ্বিধায় যুক্ত হলেন আমাদের সঙ্গে। সাথে চিনিবিহীন লাল চা। মেননভাই, রাকিব আর সব্যসাচী এসব আতলামী বরদাস্ত করতে পারেননি বলে অন্য টেবিলে গিয়ে বসলেন। তাই তারা ছবিতে অনুপস্থিত।
—শিবু কুমার শীল ০৫ নভেম্বর ২০১৮
Latest posts by শিবু কুমার শীল (see all)
- ভূমিকম্প হয়ে যাওয়ার পরে এক পুরানঢাকার বাসিন্দা || শিবু কুমার শীল - November 28, 2025
- টুকটাক সদালাপ ২৩ - October 16, 2025
- বিদায় কাচভাঙা রাতের গল্পকার || শিবু কুমার শীল - October 12, 2025

COMMENTS