‘গানে মোর কোন ইন্দ্রধনু’। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া ১৯৫৫ সালের ‘অগ্নিপরীক্ষা’ সিনেমার গান। গানের কথা গৌরীপ্রসন্ন ঘোষ, সংগীত অনুপম ঘটক। কী অদ্ভুত ম্যালানকোলিক!
এই গান শুনে মনে হলো, আমাদের সিনেমায়ও এ-রকম প্রসিদ্ধ গানের ধারা ছিল। খান আতাউর রহমান, আলাউদ্দিন আলী এ-রকম মায়েস্ত্রোরা কত অনন্য সব গান আমাদের চলচ্চিত্রজগতকে উপহার দিয়েছেন! তাদের সেই সমৃদ্ধ ধারা পরবর্তীকালে আর তেমন বিকশিত হয়নি। সৈয়দ হকের মতো নামজাদা সাহিত্যিকেরা সিনেমার জন্য গান লিখছেন তখন। কত সব ঘটনা!
আমাদের চলচ্চিত্রে পরবর্তীকালে যে গানের ধারা তৈরি হলো তাকে আমি ঠিক ছোট করছি না তবে আমরা কোথায় যেন দলছুট হলাম।
—শিবু কুমার শীল ২৫ মার্চ ২০২৫
শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত
Latest posts by শিবু কুমার শীল (see all)
- টুকটাক সদালাপ ২৩ - October 16, 2025
- বিদায় কাচভাঙা রাতের গল্পকার || শিবু কুমার শীল - October 12, 2025
- টুকটাক সদালাপ ২২ - October 1, 2025

COMMENTS