পিপলু আর খানের চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’ এক ভিন্নতর আখ্যান। মহামারীর কালে তার কাছেই প্রথম শুনি এই চলচ্চিত্রের গল্প। শুনেই একরাশ মুগ্ধতা কাজ করেছিল। সেটি এখন পর্দায় দেখবার সময় হলো। মহসিনা আখতারকে সম্ভবত প্রথমবার দেখব এ-রকম ফিকশনে সাথে। আমাদের আরেক গুণী অভিনেত্রী জয়া আহসান। দুজনের চমৎকার একটা মেলবন্ধন দর্শকরা দেখতে পাবে সেলুলয়েডে এই প্রত্যাশা। এই ছবির সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই।
—শিবু কুমার শীল ২৯ এপ্রিল ২০২৫
শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত
Latest posts by শিবু কুমার শীল (see all)
- ভূমিকম্প হয়ে যাওয়ার পরে এক পুরানঢাকার বাসিন্দা || শিবু কুমার শীল - November 28, 2025
- টুকটাক সদালাপ ২৩ - October 16, 2025
- বিদায় কাচভাঙা রাতের গল্পকার || শিবু কুমার শীল - October 12, 2025

COMMENTS