অগুস্ত রদ্যাঁর মতো শিল্পীকেও ডেডলাইনের চাপে পড়তে হয়েছে। তার মানে ডেডলাইন মিস বা মিট করার ঐতিহ্য বহু পুরানা। আমরা যারা গরিব দেশের গরিব শিল্পী ছোটবেলা থেকেই ভাবতাম আরেকটু কম গরিব শিল্পী হলে এত চাপ নিতে হতো না, আজ সেই ধারণা থেকে কিছুটা নিস্তার পেলাম। রদ্যাঁকে রীতিমতো ১০ হাজার ফ্রাঁ জিম্মা রাখতে হয়েছিল ডেডলাইনের অ্যাগেইন্সটে। আহা বেচারা যদিও ভাবতেন ‘মহৎ শিল্পের আবার ডেডলাইন কি?’…এই কথা শুনে আমার অ্যাজেন্সির শিল্পীবন্ধুরা নিশ্চয়ই মুচকি হাসতেছে।

সূত্র / Rodin The Hands of Genius: New Horizon; published by Thames & Hudson
—শিবু কুমার শীল ১২ জুন ২০২৫
শিবু কুমার শীল রচনারাশি
টুকটাক সদালাপ সমস্ত
Latest posts by শিবু কুমার শীল (see all)
- ভূমিকম্প হয়ে যাওয়ার পরে এক পুরানঢাকার বাসিন্দা || শিবু কুমার শীল - November 28, 2025
- টুকটাক সদালাপ ২৩ - October 16, 2025
- বিদায় কাচভাঙা রাতের গল্পকার || শিবু কুমার শীল - October 12, 2025

COMMENTS