সিয়াহি। ডিরেক্টেড বাই বরুন ট্যান্ডন।
রয়েল স্ট্যাগ ব্যারেল-এর এই ছোট ছবিগুলো অনেক আগে দেখতে শুরু করেছিলাম। প্রথম দিকের কাজগুলো বেশ ভালো লাগত। এরপর অনেকদিন দেখা হয়নি আর। এবার ঈদের ছুটিতে আবার দেখা শুরু করলাম। অনেকগুলো দেখলাম। প্রায় প্রতি রাতেই দু একটা। তাদের মধ্যে এই কাজটা বেশ লাগল। দেখতে দেখতে জীবনানন্দের কথা মনে পড়ল। তবে বাহবা দিতে হবে শিশু শিল্পীটিকে। এত ম্যাচিউরড অ্যাক্টিং। এটা মোটেও শিশুদের গল্প নয়। তবে শিশুটি গল্পের কেন্দ্রে আছে। চমৎকার গল্প বলা। এই নির্মাতা বড় ছবি বানিয়েছে কি না জানি না তবে এর কাজ মনে ধরেছে।
—শিবু কুমার শীল ০৭ জুলাই ২০২৪
Latest posts by গানপার (see all)
- টুকটাক সদালাপ ২ - January 17, 2025
- কাব্য ও বিজ্ঞান || শ্রীঅশোকবিজয় রাহা বি.এ - January 14, 2025
- মুরারিচাঁদ কলেজ, অশোকবিজয় রাহা এবং একটি অগ্রন্থিত রচনা || মোহাম্মদ বিলাল - January 14, 2025
COMMENTS