বড় হয়ে গেলে শৈশব দূরে চলে যায়। সে তো যাবেই। শৈশবের ভাটিয়ারী আর আজকের ভাটিয়ারী হয়তো আজ আর মেলে না; কিন্তু মনের ভেতরে জলের-উপর-জমে-থাকা টুকরো আকাশ যেমন, তেমনভাবে শৈশবের নৌকো শৈশবের গোল্লাছুট থমকে আছে।
আজো চট্টগ্রামে এলে ভাটিয়ারী পার হতেই মনের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি জাগে ‘কি নেই কি নেই’! সবকিছু ঠিকঠাক থাকে না। সুরের নদীতে কান্না বেজে চলে। ফেলে-আসা বৃষ্টিকাদাজলে আমরা কি আর নেমে পড়তে পারি চাইলেই?
সময় গড়িয়ে যাবে নিজের গতিতে শুধু একটা ‘না-বলা ফুলের জীবনী’ অলক্ষে অব্যক্ত থেকে যায়। আহা, শৈশব এত ছোটো ক্যানে মা!
—শিবু কুমার শীল ৩০ জুন ২০২৪

কুঝিকঝিক জ্যোৎস্নায় ভাটিয়ারী
টুকটাক সদালাপ সমস্ত
Latest posts by শিবু কুমার শীল (see all)
- ভূমিকম্প হয়ে যাওয়ার পরে এক পুরানঢাকার বাসিন্দা || শিবু কুমার শীল - November 28, 2025
- টুকটাক সদালাপ ২৩ - October 16, 2025
- বিদায় কাচভাঙা রাতের গল্পকার || শিবু কুমার শীল - October 12, 2025

COMMENTS