মিলুভাই, মিলু কাশেম এবং বশিরভাই, বাউল বশির উদ্দিন সরকার; কষ্টদায়ক সংবাদটা হচ্ছে, আজ আমাদের এই প্রিয় দুই মানুষই মারা গিয়েছেন!
একজন ছিলেন সাহিত্যের মানুষ, লিখতেন ছড়া; তাঁর স্মৃতির ভাণ্ডার ছিল বিস্ময়কর। জাতীয় পর্যায়ের কত কৃতবিদ্যের সাথে তিনি সহজ সম্পর্কে জড়িয়ে ছিলেন তা তাঁর সাথে না মিশলে আর আমরা জানতে পেতাম!
মনে পড়ে একবার আমরা মিলু ভাইয়ের সাথে জাতীয় বইমেলাতে গিয়েছিলাম।
আর বশিরভাই?
তিনি ছিলেন গানের মানুষ। আমাদের শান্তিগঞ্জ উপজেলাতেই তাঁর বাড়ি। বাউলিয়ানাতে মজে ছিলেন জীবনভর। ’৮৮/’৮৯-এর দিকে পরিচয় হলেও সেটা আর হারিয়ে যায়নি। এই সময়টাতে আমাদের একটুআধটু মান-অভিমান হয়নি তা নয়।
কত স্মৃতি আমাদের! আর আমাদের দেখা হবে না, কথাও হবে না এই প্রিয় মানুষদের সাথে, ভাবা যায়! তাদের নিয়ে বলতে হবে অন্য আরেকদিন।
মিস করব মিলুভাইকে, তাঁর সাহিত্যযাপনের স্মৃতিভাষ্য এবং বশিরভাইয়ের হাসিটাকেও। এই মানুষটি কি না শত অভাবেও হারিয়ে যেতে দেননি তাঁর আভিজাত্যকে।
আমরা বৃহত্তর সিলেটের দুই প্রিয় মুখ ও গুণী মানুষ শ্রদ্ধেয় মিলু কাশেম ও শ্রদ্ধেয় বশির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোকাভিভূত। আমরা তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
১৭ সেপ্টেম্বর ২০২৫
- অক্টোবর নয় || তুহিন কান্তি দাস - October 9, 2025
- মায়ের চরণে মেমোয়ার - October 7, 2025
- সাধুসঙ্গ ও সাধনসংগীত || বিমান তালুকদার - October 3, 2025
COMMENTS