লেখার মতো, দেখার মতো একটা সিনেমা ‘উৎসব’। ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের উপন্যাস ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে খাঁটি বাংলাদেশীয় অ্যাডাপ্টেশন। ডিরেকশন, চিত্রনাট্য, অভিনয়, ডায়লগ, গান পুরাই ১ এর ক।

এই সিনেমার ডিরেক্টর তানিম নুর (Tanim Noor) ভাইয়ের নির্মাণের সাথে আমার পরিচয় ওটিটি থেকে নয় বরং তাঁর প্রথম ফিচার ফিল্ম ‘ফিরে এসো বেহুলা’ থেকে। সিলেটে আমরা দেখিয়েছিলাম চোখ ফিল্ম সোসাইটি থেকে সে-সিনেমাটা। সেসময় সিনেমাবোদ্ধারা বেশ ভালো বলেছিলেন ঐ সিনেমাটা নিয়েও। ছাত্রাবস্থায় আমার মেসেও অনেকদিন ফিরে এসো বেহুলার পোস্টার সাঁটিয়ে রেখেছিলাম। বোধ করি, বাংলাদেশের এখনকার দর্শকেরা পছন্দ করবেন আবার রিলিজ দিলেও।

যা-ই হোক, এই তান্ডব/বরবাদের মতো খাঁটি কমার্শিয়াল মুভির ক্রেজেও উৎসবের মতো একটা ফ্যামিলি ড্রামা জঁরার সিনেমা জায়গা করে নেয়া উৎসাহব্যঞ্জক। দেশ/বিদেশের পলিটিক্যাল অশান্তির মধ্যেও উৎসব কিছুটা সময়ের জন্য শান্তি দিলো। আমাদের দুজনেরই [বিশেষ করে আমার স্ত্রী উপমার] অনেকদিন ধরে সিনেমাহলে দেখতে যাবার ইচ্ছায় অবশেষে আজকে কিছুটা ফুরসত পাওয়া গেল।
কাজী ইব্রাহিম পিয়াস রচনারাশি
গানপার ম্যুভিরিভিয়্যু
- আজ বাজার মে পা-বা-জৌলন চল / ফয়েজ আহমেদ ফয়েজ || তর্জমা / নাফিস সবুর - December 27, 2025
- লোককবি অন্নদারঞ্জন দাস ও তাঁর গান || জফির সেতু - December 27, 2025
- লোককবি তাজউদ্দিন ও তাঁর গান || জফির সেতু - November 25, 2025

COMMENTS