ঐতিহ্য, সংস্কৃতি, বিভেদ, সন্ধি, ইলিশ, পান্তা, আনন্দ, বৈশাখ, ভোগ, দুর্ভোগ, বাংলা, বাঙালি || মৃদুল মাহবুব

ঐতিহ্য, সংস্কৃতি, বিভেদ, সন্ধি, ইলিশ, পান্তা, আনন্দ, বৈশাখ, ভোগ, দুর্ভোগ, বাংলা, বাঙালি || মৃদুল মাহবুব

ঐতি‌হ্য একটা বি‌ভেদমূলক ব্যাপার আমা‌দের সমা‌জে। ঐতিহ্যের নাম নি‌য়ে আপ‌নি প‌হেলা বৈশাখ কর‌বেন কী কর‌বেন না, ইলিশ খা‌বেন কী খা‌বেন না, পান্তা পান কর‌বেন কী কর‌বেন না, পাঞ্জাবি না লু‌ঙ্গি, হিন্দুয়ানী না মুসলমানী ইত্যা‌দি ইত্যা‌দি চল‌ছে বহুদিন।

ঐতি‌হ্যচেতনাই বা‌জে ব্যাপার। ঐতি‌হ্য দিয়া ভা‌লো কী কী হই‌ছে তার উদাহরণ দ্যান।

সমাজ সমকালীন হই‌তে হ‌বে। আনন্দ থাকা চাই সমা‌জে, ব্যক্তিজীব‌নে। আপনার পছন্দ-অপছন্দ পালন করার স্বেচ্ছাসু‌যোগ থাকা চাই রা‌ষ্ট্রে।

হাফপ্যান্ট পরে, চোখে সানগ্লাস লাগা‌য়ে, গা‌য়ে আতর দি‌য়ে ভোর হতে প‌হেলা বৈশাখ পালন শুরু করুন আপ‌নি চাইলে।
রবীন্দ্রনা‌থের গান বা‌দে হি‌ন্দি-উর্দু গানও চল‌বে, সমাজ যে‌হেতু ভোগবাদী আন্তর্জাতিক। ভোগী‌দের আন‌ন্দে বাধা দি‌য়েন না।

বৈশাখযাপন খুব সুখকর না প্রাকৃ‌তিক কার‌ণে। ইচ্ছা না হ‌লে ক‌রি‌য়েন না। ঘ‌রে ব‌সে থাকুন। বৈশাখ না-পালন অসাংস্কৃ‌তিক কোনো বিষয় না, জাস্ট আপনার চ‌য়েস্, পা‌রিবা‌রিক অর্জ‌নের প্রতি শ্রদ্ধা।

ঐতিহ্য একটা শিক্ষামূলক ব্যাপার বু‌দ্ধিজীবী‌দের তরফ থে‌কে। তারা জনগ‌ণের বি‌ভেদই চায়, তাতেই তা‌দের বৈশাখী আনন্দ। তারা জনগণ‌কে নানা উৎসবপার্ব‌ণে নী‌তিশিক্ষা দি‌তে ভা‌লোবা‌সে।

ঐতিহ্য শিক্ষামূলক বিষয় না। ইলিশ না-খাওয়া মা‌নে গরি‌বের ক্ষ‌তি করা। বড়লোকরা ইলিশ খান।

আনন্দযাপ‌নে সাম্য প্রত্যাশা বিভ্রান্তিকর। যারা পান্তাও খান না, অপছন্দ, তারা রু‌টি খান খেজু‌রের গুড় দি‌য়ে। মি‌ষ্টি খাওয়া বারণ হ‌লে লাল চা খান চি‌নি‌ ছাড়া। বউ বা বান্ধবী বা প‌রিবারকে সময় দিন মন খু‌লে।

আপনার জীব‌নে প্রেম বাড়ুক এই বৈশা‌খে। জীবন আনন্দময় দু‌নিয়‌ায়।

… …

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you