‘নক্ষত্রের রাত’ নাটকে এক জায়গায় বলা হলো, “যাদের অন্তর ভালো হয়, তাদের গানের গলা অত ভালো হয় না।”
যে বলছে কথাটা, তার গানের গলা ভালো। তার প্রিয় বড় বোন, যার গানের গলা ভালো না, তাকে মনে রেখেই সে কথাটা বলেছে। বোনের গলা খারাপ হওয়াটাকে সে অস্বীকার করছে না, কিন্তু ডিফেন্ড করছে।
কথাটা অযৌক্তিক। কিন্তু কানের জন্য আরামের। শুনে কৌতূহল তৈরি হয়, এ-রকম কথা বলার কারণ কী।
যাদের গানের গলা ভালো না, তাদের কাছে এই কথা অমৃতসম। এই কথা তাদের সত্য মনে হতে থাকে। আনমনে নিজেই নিজেকে বলে, —
‘ঠিক কথা’।
গানের গলা ভালো না হলেও যে জগতের সবকিছু খারাপ হয়ে যায় না, এটাই হয়তো কথাটার পেছনের প্রেরণা। সেই দিক থেকে এটা একটা সান্ত্বনামূলক বাণী।
হুমায়ূনের নিজেরও গানের গলা ভালো ছিল না। কথা বলাতে তার এক-রকম তাড়াহুড়ো ছিল। টিভিতে দেখে মনে হয়েছে, কথা বলতে বলতে তার জিহ্বা যেন মাঝে মাঝে জড়িয়ে যাচ্ছে।
গান গলায় বসেনি, কিন্তু তার হৃদয় গানের অনুরাগী। গানের গলা ভালো না হলেও হৃদয় অশেষ বলবান হতে পারে। হয়তো নিজেকে নিয়েই তিনি এইসব ভেবেছেন। হয়তো তা গোপনে গোপনে মনে মনে তিনি বয়ে বেরিয়েছেন। অনুকূল পরিবেশে, এই নাটকে এসে, তা প্রকাশিত হয়ে পড়েছে। হয়তো।
… …
- সত্যজিতের দিন || ইফতেখার মাহমুদ - May 5, 2019
- টিভিপ্রিয় ছোটবেলায় কারেন্টের লুকোচুরি || ইফতেখার মাহমুদ - February 8, 2019
- ভালো অন্তর ও গানের গলা || ইফতেখার মাহমুদ - December 22, 2018
COMMENTS