তুহিন কান্তি দাস গান করেন। গান করেন মানে, কেবল কণ্ঠযোজন নয়, সেই গান তিনি নিজে লেখেন, সুর বসান গানটার কথায়, তারপর অন্যান্য কম্পোজিশন্যাল অ্যাস্পেক্টগুলা সামলান ইন অ্যাসোসিয়েশন উইথ ফেলো মিউজিশিয়্যান্স।
বহু বছর ধরে স্টেজে, ক্যাম্পাসের আয়োজনগুলায়, বিশেষভাবেই টিএসসিতে, চ্যারিটি কন্সার্টে, উদীচী কি ইউনিয়নের প্রোগ্র্যামে কিংবা আটপৌরে আড্ডায় কখনও সঙ্গত সমেত কখনও একা হাতে একটি গিটার বাজিয়ে তুহিন কান্তি দাসের বাঁধা গান আমরা শুনে থাকব হয়তো।
বহুদিন ধরে গানবাজনা করলেও স্টুডিয়োরেকর্ডেড অ্যালবাম হচ্ছে-হবে করেও হয়ে উঠছিল না। ফাইন্যালি সেই অভাবটুকু ঘুচতে চলেছে। বের হচ্ছে তুহিন কান্তি দাসের পয়লা অ্যালবাম/ইপি। শিল্পীর গান সম্পর্কে অল্পবিস্তর যারা জানেন, ব্যক্তি তুহিনকে যারা ভালোবাসেন, তাদের কাছে এই নিউজ বিশেষকিছু তো অবশ্যই।
সম্প্রতি বিজ্ঞপ্তিবাহিত হয়ে জানা যায়, ‘চান্দের গাড়ি’ প্রোডাকশনগৃহ থেকে ‘সন্ধ্যা নামিল শ্যাম’ শিরোনামে রিলিজ হতে যাচ্ছে তুহিনের পয়লা অ্যালবাম। অভিষেক হতে যাচ্ছে, দেরিতে হলেও, প্রোফেশন্যাল মিউজিকের অ্যারেনায় গানশিল্পী তুহিন কান্তি দাসের।
মোটমাট চারটা গান নিয়ে একটা এক্সটেন্ডেড-প্লে/অ্যালবাম। ‘সন্ধ্যা নামিল শ্যাম’ অ্যালবামের শিরোনাম। গানগুলা একে একে ‘সন্ধ্যা নামিল শ্যাম’, ‘আসমানেরও চাঁদ’, ‘দরদিয়া’, আর, ‘হারিয়ে টের পাই’। এই চারটাই।
শিল্পীর ফর্ম্যাল আত্মপ্রকাশলগ্নে ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার বিকেল চারটায় চারুকলার বকুলতলায় একটা ইভেন্ট অর্গ্যানাইজ করা হয়েছে। অ্যালবাম লঞ্চিং ইভেন্ট। শিল্পী নিজে যেমন, সতীর্থ সংগীতশিল্পীরাও তেমনি ইন-পার্সন ইভেন্টে লাইভ গাইবেন। আয়োজনকারীদের পক্ষ থেকে প্রেসবার্তার মাধ্যমে এই ইনফোগুলা আমরা জানতে পেরেছি। ইভেন্টে নয়া বাংলা গানের অনুসন্ধিৎসু যারা, বাংলাদেশের গানভুবনে ব্রেইক-থ্রু অন্বেষণ করছেন যারা, তাদের সবান্ধব উপস্থিতি ও এনগেইজমেন্ট আশা করে প্রেসবার্তায় বিশেষ আহ্বান জানিয়েছেন আয়োজনকারীরা।
আর, বলা বাহুল্য, তুহিনের গান ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে একে একে প্রকাশ পাবে যথাসময়ে।
এইবার আরেকবার আলোচ্য অনুষ্ঠানের দিনপঞ্জি ও পরিকল্পিত কন্টেন্ট সম্পর্কে জেনে নিই :
তুহিন কান্তি দাসের পয়লা অ্যালবাম প্রকাশের অনুষ্ঠান
দিন : ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার
ক্ষণ : বিকেল ০৩:০০
স্থান : চারুকলার বকুলতলা
অনুষ্ঠানসূচি
পর্ব ১. একক সংগীত এবং ব্যান্ড/দলগত পরিবেশনা
পর্ব-২. অ্যালবাম লঞ্চিং ইভেন্ট
> তুহিন ও বন্ধুদের গান
> অ্যালবাম প্রকাশ
> মিউজিক ভিডিয়ো প্রদর্শন
তুহিনের রিলিজড/আনরিলিজড গানগুলা শুনতে চাইলে শিল্পীর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, বা ফলো করতে পারেন ফেসবুকে। শিল্পীর ইউটিউবচ্যানেল : তুহিনের গান; ও, ফেসবুক হদিস : তুহিনের গান ও তুহিন কান্তি দাস।
—গানপার নিউজডেস্ক
গানপার অ্যালবামরিভিয়্যু
গানপার কন্সার্টরিভিয়্যু
- শাহ আবদুল করিম : জন্মের শতক পেরিয়ে আরও একটা আস্ত দশক || ইলিয়াস কমল - January 20, 2025
- সিনেমার চিরকুট ৮ - January 19, 2025
- টুকটাক সদালাপ ২ - January 17, 2025
COMMENTS