অনন্য নয়, অনেক || ইলিয়াস কমল

অনন্য নয়, অনেক || ইলিয়াস কমল

অনেক’ দেখলাম। টাইটেলে যখন Anek এর NE দিয়ে শুরু করে তখন পরোক্ষভাবে এইটাই বলে এইটা ভারতের নর্থ ইস্ট অঞ্চলের সিনেমা। আর সেখানকার গল্পও এত শক্তিশালী যে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এইখানে সেই রকম শক্তিশালী কিছু গল্প আনেনি‌। আনছে মুখস্থ বিচ্ছিন্নতাবাদীদের গল্প। এইটারে মুখস্থ বলাও ঠিক শোভা পায় না। কিন্তু যখন বাণিজ্যটাই মুখ্য থাকে তখন আসলে মায়ের ভালোবাসাও যে বিক্রি হয় মুক্তবাজার অর্থনীতির দিনে এইটা তিক্ততম কথা হলেও সত্য। সে যাকগে, সিনেমার কিছু ডায়লগ খুবই চমৎকার। কিছু চরিত্র নির্মাণও। এইগুলোর বাইরে মূলধারার হিন্দি সিনেমা নিয়ে আলাপের বেশি কিছু নাই। থাকে না।


ইলিয়াস কমল রচনারাশি
গানপার ম্যুভিরিভিয়্যু

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you