অন ফেমিনিজম || আনম্য ফারহান

অন ফেমিনিজম || আনম্য ফারহান

ফেমিনিজম নিজে নিজে অ্যাম্বিশাস হওয়ায় যে-প্রেশারটা জারি রাখে সমাজে, তার ফলে অনেকেই লো-সেল্ফ এস্টিমে ভোগে। নারী-পুরুষ উভয়ের ভেতরকার ফেমিনিজমেই এই সমস্যা আছে। স্বভাবতই, অতিমাত্রায়, নারী নিজে এর শিকার।

আমরা অনেকেই যারা নারীবাদিতার সমালোচক — সমাজ রক্ষাকল্পে, নারীদেরও রক্ষাকল্পে আমরা অতটুকুই নৈর্ব্যক্তিক থাকতে চাই, যতটুকু উভয়ের বিকাশের জন্যই কার্যকর। ব্যক্তিকও থাকতে চাই অতটাই, যতটা স্বাভাবিকভাবেই দরকারি। এই দেশে তা ছিল এবং আছে। যেহেতু আমরা বলছি। প্রপাগান্ডার হিট তালিকা প্রপাগান্ডাই। সামষ্টিক বিচারে তা আত্মবিনাশী।

ওইটা নিশ্চয়ই আপনি করতে যাবেন না।

কখন কোনটার ফল ঘরে তুলবেন, তার জন্য নিজের উপর হাইলি অ্যাম্বিশাস কোনোকিছুর বোঝা চাপাবেন না। আপনার চাওয়া-ই যেহেতু আপনি নামক কর্তার ইচ্ছাকে প্রতিষ্ঠিত করতে থাকে, তার ফসলও আপনি পাবেন। সমাজ স্বস্তি-অস্বস্তির নিরন্তর এক ফিশন বিক্রিয়া। আপনি অস্বস্তি তৈরি করতে পারলে, আপনার চাওয়া পূরণ করার মাধ্যমে সে স্বস্তি আনয়ন করবে। এভাবেই চলে।

‘সুষম’ বলে একটা শব্দ আছে বাংলায়, সেইটা মাথায় রেখে অ্যাক্ট করলে দেখবেন আপনার অ্যাম্বিশান আপনাকে ছেড়ে যায় নাই।

—১৬/০৩/২০২৪


আনম্য ফারহান রচনারাশি

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you