অন্তর্দ্বন্দ্ব : দুর্দান্ত প্লটের দুর্বল ম্যুভি || ইলিয়াস কমল

অন্তর্দ্বন্দ্ব : দুর্দান্ত প্লটের দুর্বল ম্যুভি || ইলিয়াস কমল

দেশে একটা কথা প্রচলিত আছে, এই দেশের মানুষ শতকরা ৯৯টা সন্তানের জন্ম দেয় অন্যের মুখ রক্ষা করতে। মানে, বিয়ে করো না কেন, বাচ্চা নেও না কেন — এইসবের থেকেও বাঁচতে লোকজন বিয়ে করে বাচ্চা নেয়। মানে, অন্যের ইচ্ছার মধ্য দিয়ে জীবন যাপন করে। এইটা যে কী পরিমাণ ক্ষতির প্রত্যেকটা স্বাধীন চিন্তার মানুষই বোঝে।

এই ছবিটা ঠিক তার উল্টো পরিস্থিতির। ভারতের উত্তর প্রদেশে বিবাহযোগ্য মেয়ের জন্য অনেকেই জামাই অপহরণ করে এমন একটা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতির একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা। দুর্বল মেকিং, দুর্বল অভিনয়। চিত্রনাট্যও আহামরি না। কিন্তু প্লটটা দুর্দান্ত। আরও ১২ বছর আগে এমন আইডিয়া নিয়া যে ভারতে ছবি হয়, তাও আবার পরিচালকের প্রথম ছবি (অবশ্য ছবিটা একমাত্রও। এরপর আর ছবি বানানই নাই এই পরিচালক।) বিষয়টা মজার কিন্তু। আমি মূলত ইউনিক প্লটটার জন্যই ছবিটা দেখেছি।


ইলিয়াস কমল রচনারাশি
গানপার ম্যুভিরিভিয়্যু

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you