প্রয়াত অসীম সাহাকে নিয়ে গত কয়দিন অনেক পোস্ট দেখলাম। লিখব লিখব করেও সুযোগ হয়নি।
অসীম সাহার পয়লা বইয়ের নাম ‘পূর্ব পৃথিবীর অস্থির জ্যোৎস্নায়’। তিনি নির্মলেন্দু গুণ, আবুল হাসান, মহাদেব সাহা, হেলাল হাফিজদের সাথেই শুরু করেছিলেন। শুরুর সময়ে অসীম সাহাকে কবি হিসেবে এদের থেকে খুব পিছিয়ে থাকা মনে হতো না। তারা শুরু করার দশ বছর পরে আমি তাদের লেখা পড়েছি। তখন কিন্তু এক ব্র্যাকেটেই তারা উচ্চারিত হতেন। অসীম সাহাও।
তারপর আবুল হাসান মরে গেলেন। মরার পর তিনি ক্রমশই ফুটতে থাকলেন। ম্লান হয়ে যেতে থাকলেন মহাদেব সাহা। হেলাল হাফিজ হয়ে থাকলেন ওয়ান-বুক ওয়ান্ডার। নির্মলেন্দু গুণকে খেয়ে ফেলল পেরেস্ত্রইকা।
পরের প্রজন্ম মাটি খুঁড়ে বের করল এক প্রয়াত সুনীল সাইফুল্লাহকে, বিস্মৃত মুস্তাফা আনোয়ারকে, নিভৃতিচারী সিকদার আমিনুল হককে। অথচ শুরুর দিকে তারা দৌড়েই ছিলেন না। সত্তর দশক বলতে বাংলা কবিতা এখন অনেকেই ইনাদের বোঝেন। ইনারা কেউ বাংলা একাডেমি পুরস্কার পাননি। দরকারও পড়েনি।
অসীম সাহার পড়েছিল। তিনি পেয়েছেন। বা নিয়েছেন। সাহিত্যের নিষ্ঠুর ইতিহাসে শুধু এটুকুই থেকে যাবে। তাঁর পয়লা বইটাও হয়তো থেকে যেতে পারত। কিন্তু পরের আমলনামা সেই বইটাকে ভুলিয়ে দেবে। পোয়েটিক জাস্টিস!
একসময় অনেককেই একইরকম দেখায়, কিন্তু সময়ের সাথে সাথে যে যার টিউনে বাজতে শুরু করে।
- হালুমহুলুমভালুমবাসা, ব্রাত্য রাইসু! || সুমন রহমান - November 23, 2024
- শেখশাহি, সাংবাদিকতা ও স্বাধীন বাংলা || সুমন রহমান - August 23, 2024
- দেশান্তরী গরিবের কম্যুনিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট || সুমন রহমান - July 11, 2024
COMMENTS