দুধমাখা ভাত, খোকা, আজ আর কাকে খায় নাকি!
কাকপক্ষী দৃশ্যে আসার আগেই চেটেপুটে সাবড়ায়া যায়
ভীষণপ্রজ কলরবস্ফূর্ত বঙ্গকবিদের দঙ্গল
খোকার মায়ের দুঃখে কাকেরও হৃদয় গলিয়া যায়
হৃষ্টপুষ্ট শ্মশ্রুসুশীল কবিকুঙ্কুমবৃন্দ তখন নৌকাবাইচ দেখে মাস্তি মারে
রেস্টোরান্টে রিভারক্রুজে লাফায় ঝাঁপায়
এইসব দেখেশুনে ঈশ্বরপাটনি ছোটেন দুর্গাসাক্ষাতে
মাগিতে নতুন বর ভয়াবহ উল্টোবুজলি কিংডমে বেঁচে পাঁচেসাতে —
দুধেভাতে নয়, দেবী, আমার সন্তান যেন রয় সততাতে।
Latest posts by গানপার (see all)
- ভিক্টোরিয়া অ্যামেলিনা ও যুদ্ধদিনের ইউক্রেনীয় কবিতা || জয়দেব কর - February 17, 2025
- মাসুম পারভেজ : কবি, কাব্যগ্রন্থহীন || সরোজ মোস্তফা - February 7, 2025
- ছত্তার পাগলার সন্ধানে আহমেদ স্বপন মাহমুদ ও সরোজ মোস্তফা - January 28, 2025
COMMENTS