’৭৭ সালে আমরা কয়েক বন্ধু মিলে ব্যান্ড গড়ে তুলি, তার কোনো নাম ছিল না। আমারও তখন কোনো গিটার ছিল না। এক বন্ধুর প্রবাসী বড়ভাই একটা জাপানি গিটার (টিএসকো) পাঠিয়েছিল। সে গিটার বাজাত না, আমি সেটা তার কাছ থেকে নিয়ে এলাম।
ভালোই ছিল গিটারটা — সিঙ্গেল কয়েল পিকআপ, তিন সিলেক্টর, ট্রিমোলো আর্ম লাগানো। তখন ট্রিমোলো আর্ম থাকত স্প্রিঙের ওপর বসানো। ২২ ফ্রেটের গিটারটা ছিল লাল আর শাদায় মেশানো একটা রঙের। আমার নিজের একটা ওয়া ওয়া উয়িথ ডিস্টর্শন ছিল, সেটা টিএসকো-র সাথে লাগিয়ে বাজাতাম, প্রায় তার প্রেমেই পড়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত ৭০০ টাকায় আমি গিটারটা বন্ধুর কাছ থেকে কিনেই নিলাম।
কিছুদিন পর দেখলাম গিটারের ফ্রেট চেপে যাচ্ছে, একটা বোঁ বোঁ শব্দ হচ্ছে বাজানোর সময়। তখন চট্টগ্রাম মেডিকেলের ছাত্র আমার এক বন্ধুর কাছ থেকে তার গিবসন সেমি-অ্যাক্যুয়েস্টিক চেয়ে এনে বাজাতে লাগলাম। কিছুদিন পর টিএসকো বিক্রি করে দিয়ে কিনলাম রেনল্ডস্, ইন্ডিয়ান গিটার। গিটারটাতে ট্রিমোলো আর্ম ছিল না, কিন্তু ২৪ ফ্রেটের লাল গিটারটার আওয়াজ আমার ভালোই লাগত।
গায়ক বন্ধু রুডি টমাসের সাহায্যে এরপর বাজালাম জার্মান গিটার হফনার। অনেকদিন ওটাই ছিল শুধু বাজাতাম। তখন খবর পেলাম ঢাকায় কিছু বিদেশি ইন্সট্রুমেন্ট বিক্রি হবে। এক বন্ধুর মারফত সেখান থেকে কিনলাম আমেরিকান গিটার হন্ডো। লেস্ প্যল্-এর মতো দেখতে এই শাদা গিটারটার ছিল ডাবল পিকআপ, তিনটি সিলেক্টর। পরের দু-বছর বাজিয়েছিলাম ওটাই। এরপর শিপব্রেকারদের কাছ থেকে কিনি একটা গ্রেকো গিটার, এটাও আমেরিকান। হন্ডো আর গ্রেকো প্রায় দশ বছর বাজিয়েছি, তার মধ্যে গ্রেকোটা পরে পঞ্চমকে দিয়ে দিয়েছি।
এই পর্যায়ে ভাবলাম, — একটা প্রোফেশন্যাল গিটার দরকার। কিনলাম ফেন্ডার স্ট্র্যাটোকাস্টার। শাদা এই গিটারটা দিয়েই শুরু করলাম এলআরবি। কিছুদিন পরে তার সাথে যোগ করলাম একটা কালো স্ট্র্যাট। এখন দুটোই আছে আমার কাছে। ক্রাঞ্চি সাউন্ড পাওয়ার জন্য এরপর কিনলাম ইবানেজ্ ৫৪০এস। মেরুন এই গিটারটা বিক্রি করে যে-গিটারটা কিনলাম সেটা ছিল একটা খড়ের মতো রঙের কাস্টম-মেড ওয়াশবার্ন গিটার। বিখ্যাত গিটারিস্টদের পছন্দের এই গিটারটির সাথে কিছুদিনের মধ্যেই যোগ করলাম একই স্ট্যান্ডার্ডের আরেকটি গিটার — জ্যাকসন শার্ভল। আমেরিকা গিয়ে এই দুটোই বিক্রি করে কিনি একটা আইবানেজ্ জেপিএম (ড্রিম থিয়েটারের জন্ পেট্রিশিয়া মডেলের) আর একটা মিউজিকম্যান (ভ্যান হ্যালেন মডেলের)।
লেখা : কাজী উচ্ছল ।। প্রথম প্রকাশ : আনন্দভুবন ৩ বর্ষ ৬ সংখ্যা ১৯৯৮
… …
- প্রিয় যন্ত্র, প্রথম যন্ত্র :: এহসান এলাহী ফান্টি - February 17, 2018
- প্রিয় যন্ত্র, প্রথম যন্ত্র :: হামিন আহমেদ - February 6, 2018
- প্রিয় যন্ত্র, প্রথম যন্ত্র :: আইয়ুব বাচ্চু - January 12, 2018
COMMENTS