জলদি ফিরো ঘরে
যে-আছো বন্দরে
বেশি ইদিকসিদিক ঘুরাঘুরি না-করে
ক্ষেপণ না-করে হেথাহোথা কাল
ফুঁৎকারে নেভাও মশাল
জলদি ফিরে যাও
সোজা যায়া বাসায় সান্ধাও
রন্ধনের অনুষ্ঠান দেখে রেসিপিমতো মজাদার খাবারদাবার বানাও
পরিমাণমতো লবণ ও রুচিমতো মশল্লা মাখাও
খাওদাও
অপাঙ্গে প্রেমাস্পদের পানে তাকাও
ঘুমাও
সকালবেলায় কাজে বাইরাও
ধুমায়া কামাও
মনিবের কথায় নাচো মনিবের কথায় গাও
ডুগডুগি বাজাও
সময় বেশি নাই
ইলেকশনের ফেস্টিভিটি, বিফাইবড়াই
চিরদিন থাকে না কারোরই জিম্মায় মালকড়ি ও অন্যান্য বালছাল
সময় কিন্তু সত্যি সত্যি ইতোমধ্যে বেগড়বাই
দিসে শুরু করে এতে সন্দেহ থোড়াই
সো আমিও যাই
গিয়া ঘুমাই
খাইদাই
দ্বিরাঙ্গুলি শিস ফোটাই
ইউটিউবের হাইভলিউম গানের তালে টেবিল ঠোকাই
নাধাইগীতে বেলা কাটাই
ইলেকশনের নিরাই নির্ভোটার উৎসবমুখর
জানুয়ারিশীতের শহর
হুদাই ভিজতে থাকি, ভিজি, ভিজাই
বিস্কুটের টুকরাটা কাচের পেয়ালায়
শিশিরঝরানো সন্ধ্যায়
নির্বাক কয়েল লাকড়ির চায়ের দোকানটায়
বাসায় ফিরবার আগে
একমুহূর্ত অনুরাগে
ফেইল-করা ডামি ক্যান্ডিডেইটের অপরিমেয় দুঃখে-বেদনায়
একটুখানি ঝিমাই।
.
.
***
বাংলাদেশ
বর্ষশুরু বর্ষশেষ
তফাৎ নাই
লিখি, পড়ি
লিডারের ঘড়ি
বিকল ভেবে অ্যাডমিনডোরে বেল বাজাই
হাসি, গাই
ঘুরে বেড়াই
হৃদয়ে রাখি না পুষে অপমানের রেশ
মস্তকে একগুছি বিরলপ্রায় কেশ
থাকি বেশ
মুরাদপুর ইউনিয়নের মেষ।
.
.
***
চব্বিশের শুরু তেইশের শেষ
বাংলাদেশ
চলতেসে যেহেতু চলতেই থাকল
যথেষ্ট বোঝাবুঝিও হলো
চলতে মনে করেন আপনিও থাকলেন
কথা সেইটা নয়
মহাশয়
কিন্তু, কথা হলো, কোথায় যাচ্ছেন।
.
.
***
হুঁশ ম্যে আও ম্যেরে মেহবুবা!
কালের মন্দিরা বাজাইবার মর্তবা
আমি জানি, কিসু হলেও তোমায় ভাবিত করে
মেরেধরে ক্যায়া ফায়দা, কহ, আমারে এ-শহরে?
এমনিতেই তো মরব অচিরে, একটু অস্তে, দেখেশুনে যেতে দাও
সুরমা গাঙে নেত্রকোনা কিশোরগঞ্জি ইঞ্জিনের মোটা মোটা নাও
সূর্যাস্তের ধুলো
মরার আগে একবার বেঁচে যাই চলো!
সব ভুলে এসো অন্তরের কথাগুলো শুধু বলি
খুঁজি কলাগাছে কেঁচোদের কলকাকলি
নিমপাতাছায়াঢাকা পাড়ের পুকুর
বাসনমাজা ছাইয়ের কাছে একলা বালকটির বিরান দুপুর
ঢুপিপাখি ডেকে যায় ডিমের পাহারায়
এভাবে একেকটি বিকেল ফুরায় টিগার্ডেনে ব্যাকাত্যাড়া রাস্তায়
শিশিরপলকা আলতো ভঙ্গিমায়
নিত্য সন্ধ্যা নামে একাকী নিঝুম লটকনফলের বনে
একান্ত সন্তর্পণে
এসো গান গাই; অথবা গল্প করি, গানের
পৌরাণিক বীর ও তার বনবাসের।।
—জাহেদ আহমদ (০৭ জানুয়ারি ২০২৪)
- মহামারী ড্রিমস অ্যান্ড আদার্স || সৈয়দা নীলিমা দোলা - July 9, 2025
- বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, আমাদের আতাভাই || বিমান তালুকদার - June 30, 2025
- উৎসব পুরাই ১ এর ক || কাজী ইব্রাহিম পিয়াস - June 29, 2025
COMMENTS