বাংলানিবাস ২০১৬

বাংলানিবাস ২০১৬

 

দ্বিসহস্রষোলো
খঞ্জ এবং নুলো
দোঁহে কাণ্ডাকাণ্ড
রচিত ব্রহ্মাণ্ড

ব্রহ্ম কোথা বাল
অণ্ডের আস্ফাল
দণ্ডগণ্ডগোল
ধর্ষণসঙ্কুল

কলঙ্ককৌতুকী
মৃত্যুজব্দ খুকি
জীবনমুখা গান
মেডিনিন্ডিয়ান

রসস্থ হোমগ্রাউন্ড
চালাইছে গ্রে-হাউন্ড
উর্দিসিদ্ধ সোনা
আঙ্গুলে দিনগোনা

দিন তো বহোৎ দূর
বুনোতন্ত্র বকাসুর
বণিকহস্তে বীণ
পাব্লিক সঙ্গিন

রিপাব্লিকের ঘাতে
রাত্রি-দিবা-প্রাতে
ন্যাস্ত ধস্ত প্রাণ
সিভিলের সম্মান

সিভিল কোথায় শালা
রাজার তেলের জালা
আলিবাবারাও মৌজে
জুটেছে রাজফৌজে

কে দেখে কার সঙ্কট
বরাহের বহ্বাস্ফোট
হিংটিংছট বাজনায়
উদো আর বুধো তড়পায়

এদিকে ঈশ্বর
ফোকাসে বিস্তর
শাস্ত্রশস্ত্র সৈন্যে
একের পাছায় অন্যে

লেলানো লোলকুত্তা
‘সাব্বে সুখিতা সাত্তা’
পাঁড় গাঁড়লের দেশে
ধর্ষক বীরবেশে

বেঁচে থাক ধর্ষক
বাঁচুক দাবার ছক
পাঁচ-পাঁচ দশবর্ষ
আরও-আরও গণহর্ষ

তনুর জন্য শোক
করছে এ-ডরপুক
জানি নিঃসংশয়
অণ্ড-দণ্ড জয়!
২০১৬

জাহেদ আহমদ

Support us with a click. Your click helps our cause. Thank you!

COMMENTS

error: You are not allowed to copy text, Thank you