রাইতে-দিনে হেথায়-হোথায়
গালি হাঁকাও মদ্দা ভাই
সব কবিতাই মিনমিনা বাল
বীরবিক্রম তোমারটাই
গালিয়া বানাও বস্তা বস্তা
তালিয়া বাজাও ধুন্দুমার
শিন্নি বিলাও সংঘে এবং
সিন্ডিক্যাটের হুহুঙ্কার
অনলাইনেই প্রচার-প্রসার
আনন্দের আর সীমা নাই
তুই আর মুই ছিন্নমস্তা
লাইন দেইখ্যা হাইট্টা যাই
তিনক্রোশ পথ পাড়ি দিয়া
ডাইনে একটু মোড় নিতেই
ইউরেকা ভাই পাইয়ালাইসি
হারাই-যাওয়া আমার খেই
নিখোঁজ হয়েই তিনশ বছর
থাকব না-হয় ফিউচারে
এইবেলা কোন বউয়ের ব্রাদার
মারবে আমায় ধাক্কা রে?
ব্রেইক-থ্রু আমি পেয়েই গেনু
গুরু আমার গগনচাঁদ
সওদাগরি ফিক্কা মারি
নিতাই গুরুর পইদ্যসাধ
গুরুর আবার সমস্যাটা
হাতের দশটা আঙ্গুলে
গেঁটিয়া বাতের পুরান রোগী
লিখতে গেলেই ভীম ফুলে
ভেরি রিসেন্ট গুরুর খায়েশ
হবেন প্রধান পদ্যকার
পদক পাবেন পদের সঙ্গে
এইটুকু নয় সমস্যার
সমস্যাটা হইল গিয়া
কইতে কথা কিসের লাজ
উমর বহোৎ হইল মিয়াঁ
পাঠক দুইটা লাগবে আজ
ইন সার্চ অফ রিডার গুরু
হন্যে ছোটেন মার্কেটে
এক-দুইটা পাইয়া গিয়াও
হজম হয় না আধপেটে
একটা তো বাল ফাল পাড়ে আর
কথায় কথায় খুঁত ধরে
এত্ত বোতল সদকা খাওয়াই
দীক্ষা না-নেয় মন্তরে
এদিক দিয়া আরেকটারে
এত্ত খিলাই খিল্লি পান
লাইকিয়া যাই উয়িথ কমেন্ট
দেয় না আমায় কবির মান
দুই পাঠকে যেমন-তেমন
তিন পাঠকে তেলেসমাত
গুম্ফাগ্রে তা’ দিয়া লাও
দুনিয়া বানাও ধূলিস্যাৎ
ধুলায় ধুলায় অন্ধকার আর
চ্যালায় চ্যালায় চমৎকার
বং কবিতার বয়স্ক সঙ
ঝোলায় কাঁঠালপাতাই সার
চ্যালায় চিবায় কাঁঠালপাতা
চামুণ্ডারা নাক ডাকায়
হিল ফুঁকিয়া বাবায় হাঁকেন
আপডেট তার স্ট্যাটাসটায়
আয় রে আমার লক্ষ্মীসোনা
আলাল-দুলাল আয় রে আয়
বাংলাকাব্য কয়দিনের আর
বিশ্বকাব্য আমার পায়
পায়ের চিপায় চিড়িং পোকা
হাতের মাপে দেড়াংলা
তাইতে কেমন গুরুর দ্যাখো
জয়কেল্লায় ভূবাংলা
আবহমান গুরু আমার
তিড়িংবিড়িং ফড়িংটা
ঘাসের ডগায় বসে গুরু
চড়েন বিমান বোয়িংটা
মাইকেলীয় ঢঙ্গে মহান
শব্দে শব্দে বৈবাহিক
উৎপল-জয়-জহর-মৃদুল
ডিকশন তার সাংঘাতিক
ডিক নট মিন্স ওইটা ওরে
দুষ্টু হতচ্ছাড়ার দল
সোনার বঙ্গে বেয়াদ্দবি
করলে হস্তে দেখবি ফল
ধুম-তা-না-না তারান্নাজি
জাগ্রত এক সৈনিকা
পান ঘষানোর আগেই তিনি
চুনে মাখান রাজটিকা
রাজমোসাহেব কবির ভিড়ে
ফেসবোকা সব শাগির্দে
এখন গুরুর দিনগুজরান
মোদ্দা কথা শান্তিতে
এখন গুরু মুশায়েরার
মঞ্চে বসে বাহ্যি যান
গুচ্ছ মেঘে ছাইলে আরশ
মহার্ঘ সব পদ্য পান
ওয়েবপোর্টাল উপচায় তার
গুচ্ছ গুচ্ছ পদ্যিতে
যেমন মফস্বলের গঞ্জ
হোমিয়োবড়ির বদ্যিতে
চ্যাল্লারা সব গুরুর শানে
স্টার্ট করে দ্যায় স্টান্টবাজি
কীর্তিকলাপমত্ত গুরুর
গোয়ালে সেঁধোয় সব কাজি
বৃক্ষরোপণ বস্ত্রহরণ
অ্যাক্টিভিটি বহোৎ খুব
তর্কে তর্কে চর্কিনেত্ত
কামের বেলায় জরদ্গব
গুরুর লেন্সে দুনিয়া দেখি
গুরুর পেনে পইদ্যটা
ডাইনে-বাঁয়ে রৈদে-ছায়ে
চেত্তকল্পে তার ছটা
আমরা যারা নাইমামারা
নাই গুরু নাই শিষ্যদল
নাই টেলিফোন নাই রে পিয়ন
গ্যালন গ্যালন তৈলবল
গুমড়ো মুখে ছড়ার সুখে
আইসো করি হল্লাবোল
আলখাল্লায় ট্যাগোর ভানু
উর্ধ্বগগনে বাজে মাদল …
২০১৬
Text-related inside image titled Inner Circle by Derf Backderf
- প্রকাশ্য সন্ধ্যায়, শীতে - January 4, 2025
- মর্মস্পর্শী মিসকিনদের দেশে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড - January 1, 2025
- যেহীন আহমদ, অনেক অনেক দিনের পরে… - December 12, 2024
COMMENTS