আমার জীবনে জয়দেবের সংখ্যা তিন
বলা সমীচীন
গীতগোবিন্দমের গোসাঁই বাদ দিয়া বাকি রয় মাত্র দুই
কৃপণ কেন হই
বলেই ফেলি, বলতে হলে
দেড়ি তিনচাইরটা সিলেবলে
এদের সঙ্গে সম্পর্ক তো অনেক বছর
দুইয়ের অধিক অনুবাদে গীতগোবিন্দম
বসু মনে হয় যেন জনম জনম
করের লগে এখনও পয়পরিচয় এত ঘন নয়, কিসু কম
বর্ণিত সকলেই কবি, গ্রীষ্মবর্ষাশীত
রচিত হয় তাদের চর্যায় বিগত ও অনাগত সময়ের শোভা ও সংবিৎ
সকলেই ত্রিকালদর্শী, শিরদাঁড়াসম্পন্ন, উত্তম।
Latest posts by জাহেদ আহমদ (see all)
- বিল নট অর্ধশতাধিক - July 4, 2025
- আত্মহন্তার অন্তরাত্মা - June 25, 2025
- আমার জয়দেব - June 19, 2025
COMMENTS