বাংলাদেশের ফুটবল দেখলাম। মিডফিল্ড নাই যেখান থেইকা বল কেউ উপরে তুইলা দিতে পারে। পাসিঙে অ্যাকুরেসি খুবই কম। বল পজেশনেও ভালো নাই। সারাক্ষণ ইন্ডিয়ার প্রেসিং সামলাইতে হইছে। এক হামজারে দেখলাম ফাইট করতেছে।
হামজার পজিশন ডিফেন্সে। বা রাইট উইঙে টাইম টু টাইম প্রেস করা। প্রতিপক্ষের ডিফেন্সে আচমকা শ্যুট করা। ভালো মিডফিল্ড না থাকলে, এইরকম ওয়ানম্যান আর্মি দিয়া বেশি দূর যাওয়া যাবে না।
ফুটবলদল হিসাবে ইন্ডিয়াও খুব বাজে। তাই আজ কিছু হয় নাই। খুঁইজা দেখেন, দেশের বাইরে বঙ্গ ন্যাশ্নালিটির দুএকটা মিডফিল্ডার পাওয়া যায় নাকি…
ফুটবলে আরো বেশি ইনভেস্ট করতে হবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। স্পোর্টস হিসাবে ফুটবলের ধারেকাছে কিছু নাই। ইনভেস্ট সরকারিভাবে হইলে ভালো। বসুন্ধরার মতো বাটপারপদের পাল্লায় যেন ফুটবল না পড়ে, যেমন এতদিন শেখলিগ পরিবারের পাল্লায় ছিল।
হাসান শাহরিয়ার ২৬ মার্চ ২০২৫
- ছফা, হুমায়ূন ও সাহিত্যের ভাষা || হাসান শাহরিয়ার - October 14, 2025
- হুমায়ূন, মধ্যবিত্তের ফ্যান্টাসি ও ডেড ফিলোসোফি || হাসান শাহরিয়ার - October 9, 2025
- বৃষ্টিতে ব্রহ্মনাদের খোঁজে প্রাগভবিষ্যের পদাবলিতে… || হাসান শাহরিয়ার - September 17, 2025

COMMENTS