অ্যা ফার্স্ট ফেয়ারোয়েল। অ্যা ফিল্ম বাই ওয়াং লিনা।
সিনেমাটা দেখার পেছনে মূল উৎসাহ বোধহয় কাজ করছিল — চীনের উইঘুর অঞ্চলের মানুষের গল্প বলে।
সিনেমা হিসেবে ক্লাসিক বা মাস্টারপিস না। কিন্তু ভালো। অনুভূতিপ্রবণ গল্প, আর ভিস্যুয়ালে ক্লাসিক ধারার প্রভাব তীব্র। মেকিং স্টাইলও আমার ভালো লেগেছে। কিন্তু রিভিউ পড়তে গিয়ে যত উচ্ছ্বসিত প্রশংসা দেখেছি, তার সাথে কিঞ্চিৎ দ্বিমত। তবে সিনেমা মন্দ এই কথা আমি ভুলেও বলব না।
আমার যেসব বিষয় ভালো লেগেছে সিনেমায় তা হলো ভিস্যুয়াল, সিনেমাটোগ্রাফির কথাও বলা যায়, আর তিন শিশুর অভিনয় তো দারুণ।
—ইলিয়াস কমল ০৬ মে ২০২৪
Latest posts by ইলিয়াস কমল (see all)
- প্রতুলের প্রসন্ন প্রখরতা || ইলিয়াস কমল - February 18, 2025
- সিনেমার চিরকুট ১১ - February 2, 2025
- নির্ঝর নৈঃশব্দ্য : আদি ও অকৃত্রিম আরামের আশ্রয় || ইলিয়াস কমল - January 24, 2025
COMMENTS